Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

যুদ্ধের মুখে ফালুজায় চরম অমানবিক পরিস্থিতি

প্রকাশের সময় : ৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

রাস্তায় লাশ, খাবার নেই : সম্ভ্রম নিয়ে আতঙ্কিত গৃহবন্দি নারীরা
ইনকিলাব ডেস্ক : ফালুজার রাস্তায় পড়ে আছে লাশ। কোন কোনটিতে পচন ধরেছে, তাতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে চারদিকে। ঘরে সম্ভ্রম নিয়ে আতঙ্কিত নারীরা। খাবার নেই। হয়তো ফাঁসি দিয়ে না হয় শিরñেদ করা হচ্ছে অহরহ। নৃশংসতর এমন পরিবেশ থেকে পালাতে পেরেছেন কিছু মানুষ। তারাই এসব বর্ণনা দিয়েছেন আল-জাজিরার কাছে। সম্প্রতি ফালুজা আইএসের দখলমুক্ত করার জন্য যে অভিযান সেনাবাহিনী শুরু করেছে তাতে আইএসের তৎপরতা আরও বেড়েছে। এমন অবস্থায় জীবন নিয়ে কোনমতে কোন পুরুষ পালিয়ে আসতে পারলেও সেনাবাহিনী তাকে আইএস সদস্য হিসেবে টার্গেট করে। এভাবে পালিয়ে আসা অন্তত কয়েকজনকে সেনাবাহিনী ধরে নিয়ে গেছে। পরবর্তীতে তার কোন খোঁজ মিলছে না। যারা পালাতে পেরেছেন তাদের ঠাঁই হয়েছে ফালুজার দক্ষিণাঞ্চলে আল হেসিই এলাকায়। এমন একজন হলেন সাফিয়া জসিম সাউদ (৫৭)। তিনি বলেন, ফালুজা শহর থেকে পালানোর পথ খুব সহজ নয়। তা সত্ত্বেও আমাদের মতো কিছু পরিবার জীবনের ঝুঁকি নিয়েছেন। আমাদের অনেকে তার সন্তান বা স্বামী হারিয়েছেন। এমনকি তার সম্ভ্রমও হারিয়েছেন। দেখা দিয়েছে মারাত্মক খাদ্য সঙ্কট। আমরা শহরে অবস্থানকালীন শুকনো খেজুর খেয়েছি। খেজুরের বীজ গুঁড়ো করে তা দিয়ে রুটি বানিয়েছি। তার স্বামীকে সেনাবাহিনী আইএস সন্দেহে ধরে নিয়ে গেছে সেনা বাহিনীর আশ্রয়ে যাওয়ার পর থেকে। তারপর কেটে গেছে তিন দিন। কিন্তু এখনও তাকে ফিরিয়ে দেয়া হয়নি। অপরদিকে, কোন নারী ঠিকমতো নিকাব না পরলে তাকে প্রহার করার নির্দেশ দিচ্ছে আইএস। পালিয়ে আসা হুসেইন আবদো নাসিফ (৬০) বলেন, আমাদেরকে শিরñেদ প্রত্যক্ষ করতে বাধ্য করা হচ্ছে। আমরা দেখেছি কিভাবে মানুষজনকে দালানের ওপর থেকে ছুড়ে নিচে ফেলে দেয়া হচ্ছে। আমরা যে রাস্তা দিয়ে এসেছি সেখানে পড়ে আছে অনেক লাশ। সেগুলোতে পচন ধরেছে। কুকুর কুরে কুরে খাচ্ছে তা। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুদ্ধের মুখে ফালুজায় চরম অমানবিক পরিস্থিতি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ