Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

রাণীশংকৈলে কুকুর কামড়ানো জবাই করা গরু জব্দ, কসাই পলাতক

রাণীশংকৈল(ঠাকুরগাঁও) সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৯, ৫:৩৪ পিএম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পৌরসভার জয়কালী মন্দিরের সামনে পাকা রাস্তায় ৫ জুন শুক্রবার সকালে একটি কুকুর কামড়ানো জবাই করা গরুকে আটক করে পার্শ্ববর্তী জমিতে পুতে ফেলা হয়।

জানা গেছে, প্রায় ৭ দিন আগে বাজেবকসা গ্রামের সইদুল ইসলামের গাই গরুকে কুকুরে কামড়ায়। গরুটি অর্ধমৃত অবস্থায় ৫ জুলাই শুক্রবার সকালে স্থানীয় কসাই দুলাল হোসেন(৩৫) ও করিমুল (৫৫) 'র কাছে মাত্র ৭ হাজার টাকায় বিক্রি করা হয়। কসাইরা অসুস্থ গরুটিকে জয়কালী মন্দিরের কাছে জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যে। এ সময় আশপাশের লোকজন ঘটনাটি জানতে পেরে গরুটিকে আটক করে পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে ইউএনও'র নির্দেশে এসআই মান্নান, স্যানিটারি ইন্সপেক্টর সায়ার হোসেন ও সহযোগী স্যানিটারি ইন্সপেক্টর জাহিদুল ইসলাম ঘটনাস্থলে এসে অর্ধমৃত জবাই করা গরুটিকে জব্দ করে এবং পরে জনগণের সহায়তায় পার্শ্ববর্তী জমিতে পুতে দেন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে কসাইরা পালিয়ে যায়।

এ ব্যপারে সহকারী কমিশনার (ভূমি) সোহাগ চন্দ্র সাহা বলেন, পলাতক কসাইদের নামের তালিকা স্যানিটারি ইন্সপেক্টর থানায় জমা দিয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ