মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : তেল উত্তোলনের পরিমাণ নির্ধারণের বিষয়ে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছে তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক। আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ও দামের ওপর প্রভাব বিস্তার করার জন্য এ পদক্ষেপ জরুরি বলে মনে করা হচ্ছিলো।
সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ার পরও অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বৈঠকে শেষে ওপেকের মন্ত্রীরা জোর দিয়ে বলেছেন, তেলের দাম ধীরে ধীরে বাড়ছে, এতেই তারা সন্তুষ্ট। বৈঠক শেষে মন্ত্রীরা চূড়ান্ত বিবৃতিতে বলেছেন, তেল উত্তোলনের বিষয়ে ওপেক কোনো সীমারেখা বেধে দিচ্ছে না। এতে আরো বলা হয়েছে, গত ডিসেম্বরে ওপেকের বৈঠকের পর এ পর্যন্ত তেলের দাম শতকরা ৮০ ভাগের বেশি বেড়েছে। জানুয়ারি মাসে তেলের দাম ছিল ব্যারেল প্রতি ৩০ ডলার। গত সপ্তাহে তা বেড়ে ৫০ ডলারের বেশি হয়েছে। এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।