Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পকেই ভোট দেবেন রায়ান

প্রকাশের সময় : ৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে তা হবে ঐতিহাসিক ভুল : হিলারি
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পকে রুখতে কয়েক মাস আগেও ভূমিকা রেখেছেন দেশটির হাউস স্পিকার পল রায়ান। অবশেষে সেই পল রায়ানই প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে ভোট দেয়ার কথা জানালেন। সম্প্রতি নিজের এক নিবন্ধে পল রায়ান লিখেছেন, ট্রাম্পের সঙ্গে তার মতের পার্থক্য আছে। তবে তাদের মধ্যে পার্থক্যের চেয়ে একমতের বিষয়ই বেশি। আর টুইটারের এক বার্তায় পল রায়ান লিখেছেন, আমি ট্রাম্পকেই ভোট দেবো। আমি বিশ্বাস করি, তিনি হোয়াইট হাউসে রিপাবলিকান দলের বিষয়গুলো আইনে পরিণত করতে পারবেন। পল রায়ানের সমর্থন পেলেও অনেক রিপাবলিকান জ্যেষ্ঠ নেতা ট্রাম্পকে সমর্থন দেয়া থেকে বিরত আছেন। তাদের মধ্যে আছেন সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ ও ডব্লিউ বুশ। খবরে বলা হয়, হাউস স্পিকার হিসেবে পল রায়ান রিপাবলিকান দলের নির্বাচিত সবচেয়ে জ্যেষ্ঠ নেতা। এর আগেও ট্রাম্প ও রায়ানের মধ্যে কয়েকবার বিতর্ক হয়েছে। পল রায়ানের সমর্থনের মধ্য দিয়ে ট্রাম্পের বিষয়ে রিপাবলিকান দলের মধ্যে মতপার্থক্যের অবসান ঘটছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ট্রাম্পকে সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি। প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটন সমালোচনা করেছেন ট্রাম্পের পররাষ্ট্রনীতির। তিনি একে ‘ভয়ংকরভাবে অসংলগ্ন’ বলে দাবি করেছেন। হিলারি আরো বলেন, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে তা হবে ‘ঐতিহাসিক ভুল’। উইসকনসিনের গেজেট পত্রিকার নিবন্ধে হিলারি ক্লিটনের সমালোচনা করেন পল রায়ান। তিনি লিখেছেন, হোয়াইট হাউসে হিলারি থাকা মানে হলো আরো চার বছরের জন্য লিবারেলদের দখলে। এমন একটি সরকার আসবে, যা শুধু সরকারের জন্যই কাজ করবে, জনগণের জন্য নয়। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্পকেই ভোট দেবেন রায়ান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ