রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুমিল্লার চৌদ্দগ্রামে লাইসেন্স না থাকায় পিয়াস ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক নামের এক প্রতিষ্ঠানকে অর্ধ লাখ টাকা জরিমানা ও কন্ট্রোল রুম সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া বাজারে সহকারী কমিশনার ভুমি দীপন দেবনাথ এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, ধনুসাড়া গ্রামের আলী আহমদের ছেলে আমির হোসেন (৪২) স্থানীয় বাজারে লাইসেন্স বিহীন ‘পিয়াস ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক’ নামের ডিশ ব্যবসা পরিচালনা করছিল। এর মাধ্যমে সে অবৈধ পন্থায় গ্রাহকদের পে-চ্যানেল দেখাচ্ছিল। এতে আমির হোসেন ২০০৬ (১৬)-এর ২৮ ধারায় অপরাধ করে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট দীপন দেবনাথ অভিযান চালিয়ে আমির হোসেনের পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানের কন্ট্রোল রুম সিলগালা করেন। এলাকার সচেতন মহল ভ্রাম্যমাণ আদালতকে অভিনন্দন জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।