Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামের রৌমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে স্কুল ছাত্র নিখোঁজ

কুড়িগ্রাম সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৯, ৬:০৯ পিএম

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দরের ইউনিয়নের বলদমারা ঘাটে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে মহুবর রহমান নামের এক জেএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছে।

বুধবার দুপুর ২টার দিকে ঐ এলাকার কয়েকজন যুবকসহ ব্রহ্মপুত্র নদের বলদমারা ঘাটে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে মহুবর রহমান নিখোঁজ হয়। এসময় তার সাথে গোসল করতে নামা অন্যরা তাকে খুঁজে না পেয়ে স্থানীয়দের জানায়। এরপর থেকে স্থানীয়রা মাছ ধরার জাল ও নৌকা দিয়ে খোঁজাখুঁজি করছেন স্থানীয়রা। কিন্তু এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।

মহুবর রহমান রৌমারী উপজেলার বাগুয়ার চর গ্রামের মোসলেম উদ্দিনের পুত্র। সে বাইটকামারী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র।
বন্দবের ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ব্রহ্মপুত্র নদের বলদমারা ঘাটে নিখোঁজ কিশোরকে স্থানীয়ভাবে মাছ ধরার জাল ও নৌকা দিয়ে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করা হচ্ছে। তাকে বিকেল ৪টা পর্যন্ত খুঁজেও পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিখোঁজ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ