Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এখনও সেরাটা বাকি অস্ট্রেলিয়ার!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

শুরুতে যে একতরফা বিশ্বকাপ দেখা মিলেছিল, মাঝ পথ পেরিয়ে সেটিই বসেছে রোমাঞ্চের ডালি সাজিয়ে। রাতারাতি পাল্টে যাচ্ছে সমীকরণ। শুধু নিজেদের হার-জিত-ই নয়, দলগুলোকে চোখ রাখতে হচ্ছে বাকিদের ম্যাচের ফলের উপরও। ৪৮ ম্যাচের ৩৯টিই শেষ হয়ে গেছে (বাংলাদেশ-ভারত বাদে), তবে কাগজে কলমে একমাত্র দল হিসেবে সেমিফাইনালের টিকিট কেটেছে কেবল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আট ম্যাচে সাতটিতে জিতে ১৪ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে শীর্ষে আছে বর্তমান শিরোপাধারীরা। যে লড়াইয়ে আছে নিউজিল্যান্ড, ভারত, ইংল্যান্ড। এমনকি সুযোগ আছে বাংলাদেশ পাকিস্তানেরও। তবে যারাই শেষ চারে যাক না কেন শিরোপা প্রত্যাশী দলগুলোকে একরকম প্রচ্ছন্ন হুমকিই দিয়ে রাখলেন অস্টেলিয়ান পেসার প্যাট কামিন্স। সবার আগে সেমি-ফাইনাল নিশ্চিত করা অজিরা নাকি এখন পর্যন্ত পরিপূর্ণ পারফরম্যান্স-ই দেখাতে পারেনি! ইংল্যান্ডের বিপক্ষে বড় জয়ে দুই ম্যাচ হাতে রেখে সেমি-ফাইনাল নিশ্চিত করে অস্ট্রেলিয়া। নিজেদের পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে আরেকটি দাপুটে জয় তুলে নেয় অ্যারন ফিঞ্চের দল। আগামী শনিবার গ্রæপ পর্বের শেষ ম্যাচে এরই মধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়া দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রতিটি ম্যাচেই আসরের সবচেয়ে সফল দলটি উন্নতি করছে বলে সাংবাদিকদের জানান কামিন্স, ‘যে ব্যাপারটা নিয়ে আমরা কথা বলেছি, পরিপূর্ণ পারফরম্যান্স না করেই জিততে পেরেছি। প্রতিটি ম্যাচে, আমরা আগের চেয়ে ভালো করছি। আমি মনে করি, সবকিছুই ঠিকঠাক হয়েছে। ব্যাটিং, বোলিং, আমাদের ম্যাচ পরিকল্পনা যেভাবে আমরা খেলতে চেয়েছি।’

গত দুই ম্যাচে মাত্র একটি উইকেট পেয়েছেন কামিন্স। জেসন বেরেনডর্ফ ও মিচেল স্টার্ক বোলিংয়ে শুরু করায় মাঝের ওভারগুলোতে ব্যাটসম্যানদের উইকেটে বেঁধে রাখার কাজটা অবশ্য ভালোভাবেই করছেন ডানহাতি এই বোলার, ‘জেসন ও স্টার্ক শুরুতে দুর্দান্ত করেছে। আমার ভূমিকা ব্যাটসম্যানদের কিছুটা আটকে রাখার চেষ্টা করা আর আশা করা, যেন তারা ঝুঁকি নেয়। মনে হচ্ছে কাজটা আমি ভালোই করেছি।’

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ ক্রিকেট

১৬ জুলাই, ২০১৯
১৫ জুলাই, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ