Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ফেনসিডিল আটক

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৯, ৭:০৪ পিএম

নওগাঁ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৪৫ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করেছে। 

বিজিবির ১৪ পতœীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মো.জাহিদ হাসান জানান, গত রোববার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাধানগর বিওপি'র টহল কমান্ডার এনায়েত হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালায়। অভিযানে সীমান্ত পিলার ২৫৩ এর সাব পিলার ১০ এর বাংলাদেশ অভ্যন্তরে জামালপুর নামক এলাকায় ১০০ বোতল ফেনসিডিল আটক করা হয়। অপরদিকে গতকাল সোমবার ভোর ৪টার দিকে আগ্রাদ্বিগুন বিওপি'র টহল কমান্ডার রহমত উল্লাহ এর নেতৃত্বে সীমাস্ত পিলার ২৫৬ এর সাব পিলার ২এর ৫০ গত বাংলাদেশ অভ্যন্তরে কুমড়াইল নামক এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বিজিবি সদস্যরা ৪৫ বোতল ফেনসিডিল আটক করে। বিজিবির অভিযান টের পেয়ে মাদকদ্রব্য বহনকারীরা ফেনসিডিল গুলো রেখে পালিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেনসিডিল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ