বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নওগাঁ আদালত ভবনের সিলিং ফ্যান খুলে পড়ে আহত হয়েছেন আদালতের ষ্টেনো টাইপিষ্ট তহিদুল ইসলাম (৪১)। অল্পের জন্য রক্ষা পেয়েছেন ওই আদালতের বিজ্ঞ বিচারক মামুনুর রশিদ। আহত ষ্টেনো টাইপিষ্ট তহিদুল ইসলামকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার বিকেল সাড়ে ৩টার দিকে। আদালত সুত্রে জানা যায় জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-১ এর বিজ্ঞ বিচারক মামুনুর রশিদ ওইদিন ষ্টেনো টাইপিষ্ট তহিদুল ইসলামের পাশে বসে তাকে দিয়ে একটি মামলার রায় লিখতে ডিকটেশন দিচ্ছিলেন। এমতাবস্থায় ওই কক্ষের ছাদে স্থাপিত সিলিং ফ্যানটি হঠাৎ ছাদ থেকে খুলে পড়ে যায়। এতে অল্পের জন্য বিচারক রক্ষা পেলেও ওই ফ্যানের আঘাতে আহত হন ষ্টেনো টাইপিষ্ট তহিদুল ইসলাম। সুত্র জানায় ২০০৭ সালে বিচার বিভাগ পৃথক হয়ে নওগাঁয় আদালত ভবণ নির্মিত হলেও ওই ভবনে সকল বিচারকদের বসার স্থান সংকুলান হয়না। ফলে ৭ জন বিচারক জেলা প্রশাসনের পুরাতন ভবনে বসেই ঝুঁকিপুর্ণ অবস্থায় বিচার কার্য সম্পন্ন করে থাকেন। পুরাতন এই ভবনটি গনপুর্ত বিভাগের অধীনে ন্যাস্ত হওয়ায় নিয়মিত ওই বিভাগের দেকভাল করার কথা। কিন্তু গনপুর্ত বিভাগের অবহেলার কারণেই ছাদের পলেস্তারা খুলে সিলিং ফ্যানটি খুলে পড়ে এমন দুর্ঘটনাটি ঘটলো বলে অভিযোগে প্রকাশ। এতে করে ওই আদালতগুলোর বিজ্ঞ বিচারক ও কর্মকর্তা-কর্মচারীগন আতংকগ্রস্থ হয়ে পড়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।