Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওগাঁয় অবৈধ ভাবে কাভার্ড ভ্যানে করে সিএনজি গ্যাস বিক্রির প্রতিষ্ঠানে সিলগালা

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৯, ২:২২ পিএম | আপডেট : ২:২৯ পিএম, ২৯ জুন, ২০১৯

নওগাঁর ঢাকা রোডের পাশে আল আমিন নামের এক ব্যক্তির অবৈধ ভাবে কাভার্ড ভ্যানে করে সিএনজি গ্যাস বিক্রির প্রতিষ্ঠানে তালা ও সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। শুক্রবার রাত ১০টার সময় আদমদিঘী উপজেলার নির্বাহী অফিসার এ,কে,এম আবদুল্লাহ বিন রশীদ এ আদেশ দেন। সূত্রে জানা গেছে, আল আমিন দীর্ঘদিন ধরে সরকারের চোখকে ফাকি দিয়ে অবৈধ ভাবে দুটি কাভার্ড করে সিএনজি গ্যাস বিত্রি করে আসছিল। খবর পেয়ে আদমদিঘী উপজেলার নির্বাহী অফিসার এ,কে,এম আবদুল্লাহ বিন রশীদ, শান্তাহার পুলিশ ফাড়ির ইনচার্জ আব্দুল ওয়াদুদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে হাতে নাতে ধরে ফেলে। তবে মালিককে আটক করতে পারেনি। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট দুটি কাভার্ড ভ্যান যার মূল্য ৬০ লাখ টাকা ও ডিসপেনসার মিটার মূল্য ১২ লাখ টাকা। ওই প্রতিষ্ঠানে বিস্ফোরক লাইসেন্স, ফায়ার ব্রিগ্রেড এন্ড সিভিল ডিফেন্স লাইসেন্স, জেলা প্রশাসকের অনুমতিপত্র ও ট্রেড লাইসেন্স ণাই। পরে ওই প্রতিষ্ঠানে তালা লাগিয়ে সিলগালা করে দেয় এবং আনসার ভিডিপিকে দিয়ে ঘটনার পর থেকে এরিপোর্ট লিখা পর্যন্ত পাহারা দিয়ে রাখে। ওই প্রতিষ্ঠানের মালিক এখনও পলাতক রয়েছে। উল্লেখ্য ওই প্রতিষ্ঠানে এর আগেও ভ্রাম্যমান আদালত জরিমানা করেছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ