Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যেন হ্যামলিনের বাঁশিওয়ালা! স্যাক্সোফোনের সুরে জড়ো হয় গরু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৯, ৪:৩৮ পিএম

গুপি গায়েনের গান ও বাঘা বায়েনের ঢোলের শব্দে অতিষ্ট হয়ে গ্রামবাসীরা তাদের তাড়িয়ে দিয়েছিল গ্রাম থেকে। মনের দুঃখে তারা বনে চলে গিয়েছিলেন। কিন্তু তাদের গান গ্রামবাসীদের ভাল না লাগলেও মন জয় করেছিল ‘ভুতের রাজা’র। আমেরিকার ওরেগনের বাসিন্দা এরিন হারম্যানের বাবার অবস্থাটাও অনেকটা এ রকমই।

ইউটিউব দেখে এরিনের বাবা শিখছেন স্যাক্সোফোন। কিন্তু বাড়িতে তিনি স্যাক্সোফোন বাজিয়ে গান ধরলে অসন্তুষ্ট হয় বাড়ির লোক থেকে শুরু করে প্রতিবেশী, সবাই। তাই তিনি নিজের স্যাক্সোফোন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসে গান ধরেন মাঠের ধারে। বাড়ির লোক তার গানকে গুরুত্ব না দিলেও মাঠে চড়ে বেড়ানো গরুর পাল কিন্তু ‘রতন’ চিনতে ভুল করে না। এরিনের বাবা স্যাক্সোফোন বাজাতে শুরু করলেই মাঠে চড়ে বেড়ানো গরুর পাল চলে আসে তার কাছে। একেবারে যেন সেই হ্যামলিনের বাঁশিওয়ালা। গরুরা উপভোগ করে স্যাক্সোফোনের সুর। এরিনের বাবাও মনের আনন্দে নিজের সৃষ্টি তুলে ধরেন এদের সামনে।

এই ঘটনার ভিডিয়ো সম্প্রতি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন এরিন। তারপরই ভাইরাল হয়েছে ভিডিও। সূত্র: টাইমস নাউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হ্যামলিনের বাঁশিওয়ালা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ