Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

হেডিংলিতে মাঠের বাইরে আফগান-পাকিস্তান সমর্থকদের মারামারি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৯, ৯:৪৭ পিএম | আপডেট : ৯:৪৮ পিএম, ২৯ জুন, ২০১৯

রাজনৈতিকভাবে পাকিস্তান-আফগানিস্তান সম্পর্ক এখন বেশ জটিল হয়ে উঠেছে। প্রতিবেশী দুই দেশের মধ্যে ঝামেলা লেগেই থাকে। সেই উত্তেজনার রেশ আজ ছড়িয়েছে বিশ্বকাপের ময়দানে। পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান যখন ধুঁকছে, স্টেডিয়ামের বাইরে মারামারিতে জড়িয়ে পড়েছেন দুই দেশের সমর্থকেরা। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, পাকিস্তানের জার্সি পরিহিত এক দর্শকের ওপর চড়াও হয়েছে আফগান সমর্থকেরা।

আফগানিস্তানের সমর্থকেরা শুধু প্রতিপক্ষ দেশের সমর্থকদের সঙ্গেই মারামারি করেই থামেননি। অন্য একটি ভিডিওতে দেখা যায় নিরাপত্তা কর্মীদের সঙ্গেও হাতাহাতিতে জড়িয়েছেন তারা। হেডিংলিতে শুরু হওয়া ম্যাচে বেশ কিছু আফগান দর্শক দেয়াল পেরিয়ে মাঠে ঢোকার চেষ্টা করেছেন। কিছু দর্শক টিকিট ছাড়া গ্যালারিতে গিয়ে বসেছিলেনও। নিরাপত্তাকর্মীরা তাদের বের করে দিতে গেলে উল্টো চড়াও হয়ে ওঠে। টুইটার বার্তায় বিষয়গুলো তুলে ধরেছেন এক আফগান সাংবাদিকই।

সমর্থকেরা মাঠের বাইরে মারামারি করছে, আর মাঠের খেলাতেও একেবারে যাচ্ছে তাই অবস্থা আফগানিস্তানের। আজকের ম্যাচের আগে সাতটি ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি তারা। আজ প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান করেছে। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলা আফগানিস্তানের জন্য ম্যাচটা নিয়ম রক্ষার হলেও পাকিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচে জয় পেলে সেমিফাইনালে খেলার আশা বেঁচে থাকবে তাদের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ ক্রিকেট

১৬ জুলাই, ২০১৯
১৫ জুলাই, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ