নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : বিশ্ব ক্রিকেটের শাসক সংস্থা আইসিসিতে ‘বিগ থ্রি’র হাতে ক্ষমতা কুক্ষিগত করার ফর্মূলাটা দিয়েছিলেন আইসিসি’র সাবেক চেয়ারম্যান শ্রীনিবাসন। ক্রিকেট বাণিজ্য,বিপননে সিংহভাগ অবদান রাখছে বলে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার হাতে ক্রিকেটকে সঁপে দেয়ার পক্ষে তার যুক্তির কাছে হার মেনেছে আইসিসি’র অন্য সদস্যভুক্তরা। শ্রীনিবাসনের বিদায়ে ‘বিগ থ্রি’র রাহুগ্রাস থেকে ক্রিকেট মুক্ত হবে বলে ধরে নিয়েছিল সবাই। স্বয়ং আইসিসি’র প্রথম নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের আগে বিসিসিআই’র সর্বশেষ সভাপতি শশাংক মনোহর বিগ থ্রি থেকে ক্রিকেটকে মুক্ত করার ঘোষণাই দিয়েছিলেন। তবে বিসিসিআই’র সভাপতি হিসেবে তার স্থলাভিষিক্ত হয়ে অনুরাগ ঠাকুর বিগ থ্রির পক্ষেই গাইছেন সাফাইÑ‘লভ্যাশং ভাগাভাগির বিষয়টি এখনও বিলুপ্ত হয়নি। তবে বিষয়গুলো এখনও বিবেচনার পর্যায়ে আছে। আর বিষয়টি নিয়ে এখনও আইসিসির শীর্ষ পর্যায়ে কথা হয়নি। আইসিসি এই মুহূর্তে ক্রিকেটকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে নেতৃত্বের খোঁজ করছে। তাই আইসিসি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ছাড়া অচল।’
শুধু বিগ থ্রি’র আইডিয়াই ধারন করছে না আইসিসি, টেস্টে প্রতিদ্বন্দ্বিতা বাড়িয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য দ্বি-স্তর বিশিষ্ট টেস্ট প্রবর্তনের পক্ষে আইসিসি’র ভবিষ্যত পরিকল্পনার কথা জানিয়েছেন এই সংস্থার প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন। টেস্টের শীর্ষ ৭টি র্যাংকিংধারীদের নিয়ে প্রথম স্তর এবং পরের তিনটি র্যাংকিংধারীর সঙ্গে ইন্টারকন্টিনেন্টাল কাপের ২ ফাইনালিস্টকে নিয়ে ২০১৯ সাল থেকে দ্বিতীয় স্তরের টেস্ট প্রবর্তনের পক্ষে যৌক্তিক ব্যাখ্যা দিয়েছেন তিনি। প্রথম স্তরের সর্বনিম্ন দলটি ২ বছর পর অবনমন হয়ে খেলবে দ্বিতীয় স্তরে এবং দ্বিতীয় স্তরের সেরা দলটি উন্নীত হবে প্রথম স্তরে। প্রতি ২ বছর অন্তর অন্তর এ প্রক্রিয়ায় স্তর নির্ধারিত হবে বলে জানিয়েছেন তিনি।
দ্বি-স্তর বিশিষ্ট টেস্ট প্রবর্তন হলে ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে ছাড়াও আয়ারল্যান্ড, নেপাল, আফগানিস্তাানের মধ্যে ২টি দলের সঙ্গে দ্বি-পাক্ষিক টেস্ট খেলবে বাংলাদেশ। এই ফর্মূলা প্রবর্তন হলে ২০১৯’র পর এফটিপিতে বড় কোন দলের সঙ্গে পরবর্তী মেয়াদে টেস্ট খেলতে পারবে না বাংলাদেশ। এফটিপি চূড়ান্ত হওয়ার পরও কেন এই পরিবর্তন? তার কারণ ব্যাখ্যা দিয়েছেন রিচার্ডসনÑ ‘যদি না র্যাংকিং এবং ট্রফিকে সামনে রেখে সিরিজগুলো আয়োজন করতে না পারি, তাহলে টেস্ট ক্রিকেটের আগ্রহ দোদুল্যমান অবস্থায় পড়বে। যদি আমরা টেস্ট ক্রিকেটকে সত্যিকার অর্থে বাঁচাতে চাই, তাহলে টেস্ট দলের সঙ্গে কমাতে হবে। আমাদেরকে যথার্থ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টেস্ট কাঠামোয় প্রমোশন এবং রেলিগেশন প্রথা প্রবর্তন করতে হবে।’
অলিম্পিক ডে রান আজ
স্পোর্টস রিপোর্টার : আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নির্দেশনা অনুযায়ী প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশে পালিত হবে অলিম্পিক ডে রান। আজ ঢাকাসহ দেশের সাতটি বিভাগীয় শহরে পালিত হবে অলিম্পিক ডে। সকাল সাতটায় ডে রানটি রমনা টেনিস কমপ্লেক্স থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মশাল গেইটে এসে শেষ হবে। এ উপলক্ষে সকাল নয়টায় মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে পুরুষ ও মহিলা হকি দলের দু’টি প্রদর্শনী হকি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামীকাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ভবনে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হবে। এবং বিকেল চারটায় ক্রীড়া ও পরিবেশবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে। গতকাল এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এ সময় বিওএ’র সহ-সভাপতি হারুনুর রশিদ, সাংগঠনিক কমিটির চেয়ারম্যান ও উপ-মহাসচিব বাদল রায়, এসএম ইমতিয়াজ খান বাবুল, বিওএর কোষাধ্যক্ষ কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল, হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি একেএম নুরুল ফজল বুলবুল ও ডে রানের সদস্য সচিব মোহাম্মদ আলী দ্বীন উপস্থিত ছিলেন। ডে রানের পৃষ্ঠপোষকতা করছে এক্সিম ব্যাংক লিঃ, ট্রাস্ট ব্যাংক লিঃ, মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিঃ (কিউট), আব্দুল মোনেম লিঃ, রানার গ্রুপ, একমি গ্রুপ ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।