Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উইন্ডিজের ভবিষ্যত উজ্জল দেখছেন রোচ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৯, ১০:১১ পিএম

চলমান বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। তবে সামনে উইন্ডিজ ক্রিকেটের জন্য ভালো কিছু অপেক্ষা করছে বলে মনে করেন দলটির পেস বোলার কেমার রোচ। গতকাল ভারতের কাছে ১২৫ রানের বড় ব্যবধানে পরাজয়ে দ্বাদশ ক্রিকেট বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।
পাকিস্তানের বিপক্ষে বড় জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর পর লিগ পর্বে আর একটি ম্যাচও জিততে পারেনি ক্যারিবীয়রা। এর মধ্যে একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। রবিন রাউন্ড পদ্ধতির এ টুর্নামেন্টে তাদের সামনে বাকি আছে দুই ম্যাচ।
১৯৭৫ ও ১৯৭৯ দুই বারের বিশ্বকাপ জয়ী দলটি গত এক দশক ধরে ধারাবাহিকতা অব্যাহত রাখতে ধুকছে। তবে আশাবাদী রোচ। ওল্ড ট্রাফোর্ডে ৩৬ রানে তিন উইকেট শিকার করে ভারতকে ২৬৮-৭ আটকে রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখা রোচ বলেন, ‘আমি মনে করি আমাদের একটি উজ্জল ভবিষ্যত আছে। আমাদের মান সম্মত কিছু খেলোয়াড় রয়েছে।’ ‘শিমরোন হেটমায়ার এবং ওশানে টমাস বয়সে তরুণ, একবার ভাল নেতৃত্ব পেলে তারা ওয়েস্ট ইন্ডিজের জন্য ভাল কিছু করবে।’ ‘নিশ্চিতভাবেই আমি সব সময় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের একজন ভক্ত থাকব। দুজন খেলোয়াড় দেশে ফিরে গেছেন। সুতরাং আশা করব তারা ভাল হয়ে ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরবে।’
ভারতের বিপক্ষে ম্যাচ থেকে তাদের দল অনেক কিছু শিখবে বলে মনে করেন রোচ, ‘আমি মনে করি আপনি জানেন তাদের বিপক্ষে খেলা মানে এক চোখ খুলে যাওয়া। এটা খুবই ভাল একটা পরীক্ষা এবং অবশ্যই টুর্নামেন্টের সামনের দিকে এগোতে এটা ভাল শিক্ষা দেবে।’
২০০৯ সালে অভিষেক হওয়ার পর ৮৮ ওয়ানডেতে ১২০ উইকেট শিকার করা অভিজ্ঞ এ পেসার বলেন তার দল তাদের সাহস হারাবে না, সমুন্নত রাখবে। ৩০ বছর বয়সী বলেন, ‘এটা বিশ্বকাপ- সেরা দশটি দল এখানে খেলছে। সুতরাং শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ম্যাচ দু’টিও অন্যগুলোর মত কঠিন হবে।’
আগামী সোমবার চেস্টার-লিতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ ক্রিকেট

১৬ জুলাই, ২০১৯
১৫ জুলাই, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ