Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

প্রতিটি ম্যাচই ইংল্যান্ডের ‘কোয়ার্টার-ফাইনাল’

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৯, ১২:০৪ এএম

টানা দুই হারে বিশ্বকারের শেষ চার ওঠা নিয়ে কিছুটা শঙ্কায় ইংল্যান্ড। লিগ পর্বে ভারত ও নিউ জিল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ দুই ম্যাচকে তাই কোয়ার্টার-ফাইনাল হিসেবে দেখছেন ইংলিশ ব্যাটসম্যান জো রুট। গত মঙ্গলবার লর্ডসে অস্ট্রেলিয়ার কাছে ৬৪ রানে হেরে শেষ চারের লড়াইয়ে কিছুটা পিছিয়ে পড়েছে ইংল্যান্ড। ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট তালিকার চার নম্বরে আছে ওয়েন মরগ্যানের দল। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ ও ছয়ে আছে যথাক্রমে বাংলাদেশ ও পাকিস্তান। ৬ ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া শ্রীলঙ্কাও লড়াইয়ে আছে সেমি-ফাইনালে ওঠার।

১৯৯২ সালের পর বিশ্বকাপে সাতবারের চেষ্টায় একবারও ভারত বা নিউ জিল্যান্ডকে হারাতে পারেনি ইংল্যান্ড। চলতি আসরের শেষ চারে পৌঁছাতে অবশ্য আত্মবিশ্বাসী রুট, ‘আমরা ম্যাচ দুটিকে কোয়ার্টার-ফাইনাল হিসেবে দেখব। আমরা বিশ্বাস করি, এখনও আমরা সেমি-ফাইনালে ওঠার যোগ্য। ব্যক্তিগতভাবে আমি মনে করি, আমরা পরের দুটি ম্যাচে কিভাবে খেলব তা নিয়ে আমাদের খুব শান্ত থাকতে হবে।’ আগামী রোববার নিজেদের পরের ম্যাচে ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘কোয়ার্টার-ফাইনাল’
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ