পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঠাকুরগাঁওয়ে বখাটের ছুরিকাঘাতে আহত তানজিনা আক্তার (২০) ৭ দিন লড়ে অবশেষে মৃত্যুর কাছে হেরে গেল। গতকাল বৃহস্পতিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তানজিনা শহরের গ্রামীণ চক্ষু হাসপাতালের সেবিকা (নার্স) হিসেবে কর্মরত ছিল। তার বাড়ি সদর উপজেলার সালন্দর ইউনিয়নের মাদরাসাপাড়ায়।
তানজিনার বাবা হামিদ আলী অভিযোগ করে বলেন, বখাটে জীবন প্রতিদিন এলাকার বিভিন্ন মেয়েদের উত্ত্যক্ত করতো। ভুক্তভোগী স্কুলগামী ছাত্রীরা আমার মেয়ের কাছে অভিযোগ করে। তাদের এই অভিযোগের প্রেক্ষিতে তানজিনা জীবনকে শাসন করে। গত ২০ জুন সকালে তানজিনা বাড়ি থেকে বের হয়ে তার কর্মস্থল চক্ষু হাসপাতালে যাচ্ছিল। এ সময় পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে পিঠে, বুকে, হাতে এলোপাথাড়ী কোপায় সন্ত্রাসী জীবন। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ২১ জুন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তার মৃত্যু হয়।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, জীবনসহ ৫ জনকে আসামী করে মামলা হয়েছে। তাকে ঘটনার দিনই গ্রেফতার করা হয়েছে। পুলিশ শিগগিরই ৩০২ ধারায় চার্জশিট দাখিল করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।