Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

কাপ্তাইয়ে শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীকে পুরস্কার প্রদান

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৯, ১২:০৮ এএম

কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ফিল্ড সুপার ভাইজার এম মাঈনুল আলম মুবিনের সভাপতিত্বে গত বুধবার ইফা মডেল রির্সোস সেন্টার কার্যালয়ে ইমামদের সাথে মতবিনিময়, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীদের পুরস্কার ও মাজার খানকাহ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইসচেয়াম্যান মো. নাছির উদ্দিন, মডেল কেয়ারটেকার মাওলানা সোলাইমান হোসাইন, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি মো. কবির হোসেন, সাধারণ কেয়ারটেকার মো. সিরাজুল ইসলাম, মাওলানা আব্দুল সালামসহ প্রমুখ। অনুষ্ঠানে ২০১৮ সালে তিনজন শ্রেষ্ঠ শিক্ষক মো. কবির হোসেন (কাপ্তাই ইনকিলাব প্রতিনিধি ও প্রেসক্লাব সভাপতি), হাফেজ আবুল কালাম ও হাফেজ আজিজ ছিদ্দিকে পুরস্কার প্রদান করা হয়।
এসময় মাজার ও খানকার খাদেমগন উপস্থিত ছিলেন। প্রধান অতিথি আগত ইমাম ও খাদেমদের বলেন, সঠিক ও সহিভাবে কোরআনের আলো ছড়িয়ে দিতে হবে। এবং মাদককের সুফল-কুফল নিয়ে আলোচনা করা হলে সমাজ থেকে মাদক মুক্ত হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুরস্কার


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ