Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তানিয়া আহমেদের গল্পে তানভীর ও মিম মানতাসা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুন, ২০১৯, ৯:১৬ পিএম

টেলিভিশন অভিনেত্রী তানিয়া আহমেদের গল্পে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘পরী’। এতে অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর এবং লাক্সতারকা মিম মানতাসা। টেলিফিল্মটির গল্প লেখার পাশাপাশি এতে অভিনয় করতেও দেখা যাবে তানিয়া আহমেদকে।

টেলিফিল্মটির গল্পে দেখা যাবে তানিয়া আহমেদ একজন মানসিক রোগী! সম্পর্কে মানতাসার ফুফু। মানসিক রোগি হলেও সারাক্ষণ ভাতিজি মানতাসাকে আগলে রাখেন। শুধু তাই নয়, সব সময়ই ভাতিজিকে রোরকার আড়ালে রাখেন। এমনকি সাজগোজও করতে দেন না। কলেজের কোনো বন্ধুদের সঙ্গেও মিশতে দেন না। এদিকে ফুফুর এতো কড়া নজরদারীর মধ্যেও মানতাসা তানভীরের সঙ্গে প্রেম করেন। এ অবস্থায় যেন মানতাসার উপর তানিয়া আহমেদের শাসন আরও বাড়তে থাকে দিনে দিনে। অন্যদিকে তানভীরের সঙ্গেও মানতাসার প্রেমর সম্পর্কটি জমতে থাকে। এরপর গল্পের মোট নেয় ভিন্ন দিকে।

পরী প্রসঙ্গে তানিয়া আহমেদ বলেন, ‘এই গল্পটি আমার এক বন্ধুর কাছ থেকে জানা। তার পরিচিত একজন মহিলা ও ভাস্তির মধ্যে এমন শাসন ও মানসিক চাপে রাখার বিষয় দেখেছেন। সেখান থেকে অনুপ্রাণিত হয়েই গল্প সাজানো হয়েছে।’

এদিকে তানভীর বলেন, ‘তানিয়া আপুর অনেক বড় ভক্ত আমি। তার গল্পে এবং একই স্কিনে প্রথম কাজ করলাম। নাটকেও মানতাসার সঙ্গে এটি আমার প্রথম কাজ হতে যাচ্ছে। সবমিলিয়ে ভালো লাগার একটি প্রজেক্ট।’

এই অভিনেতা আরও বলেন, ‘গল্পে তানিয়া আপু ও মানতাসার মধ্যে যে সমস্যাগুলো থাকে শেষের দিকে দেখা যাবে আমিই সেগুলো সমাধান করি। দর্শকদের টেলিফিল্মটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’

দয়াল সাহার রচনায় এবং শেখ রুনার পরিচালনায় পরী নির্মিত হয়েছে ১৯৫২ এন্টারটেনমেন্টের ব্যানারে। নির্মাতা সংস্থা জানায়, টেলিফিল্মটি আগামী শুক্রবার ২৮ জুন (শুক্রবার) দুপুর ৩ : ০৫ মিনিটে বেসরকারী টেলিভিশন চ্যানেল আইয়ে প্রচার হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টেলিফিল্ম

২৭ ফেব্রুয়ারি, ২০২০
২৫ আগস্ট, ২০১৮

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ