Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ ছোটপর্দায় যত নাটক-টেলিফিল্ম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২১, ৩:১৮ পিএম

ঈদে দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে কয়েকদিন ধরে থাকে বিশেষ আয়োজন। এর মধ্যে নাটক-টেলিছবি নিয়েই দর্শকদের সবচেয়ে বেশি আগ্রহ দেখা যায়। বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি টিভি চ্যানেলে ঈদুল আজহার উপলক্ষ্যে আজ প্রচারের অপেক্ষায় থাকা টিভি নাটক নিয়ে সাজানো হল এ আয়োজন।

বিটিভি
মীর সাব্বিরের রচনা ও সোলেমান হকের প্রযোজনায় রাত ৮টায় প্রচার হবে কমেডি নাটক ‘হাম্বা ডটকম’। অনলাইনে গরু বিক্রির গল্পে এ নাটকটি রচনার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন মীর সাব্বির; আরও আছেন আ খ ম হাসান, ফারুক আহমেদ, ফারজানা রিক্তা।

এটিএন বাংলা
অপূর্ব-ফারিণ জুটিকে নিয়ে এস আর মজুমদারের রচনা ও পরিচালনায় নির্মিত নাটক ‘মন দরিয়া’ প্রচার হবে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে।

রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে হানিফ সংকেতের রচনা ও পরিচালনায় ‘যুগের হুজুগে’। একটি পরিবারের বাবা-মা, ছেলে-ছেলের বউ ও তাদের সন্তনদের গল্পে এ নাটকে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামানসহ আরও অনেকে।


একুশে টেলিভিশন
সাইফুর রহমান কাজলের রচনা ও আসাদুজ্জামান আসাদের পরিচালনায় রাত আটটায় প্রচার হবে ‘বিনা মেঘে বৃষ্টি’। এতে অভিনয় করেছেন মনোজ প্রমাণিক। জোভান ও সাবিলা নূর জুটিকে নিয়ে রুবেল হাসানের নাটক ‘তুমি আমার নও’ প্রচার হবে রাত দশটায়।


এনটিভি
মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি জুটির নাটক ‘প্রচ্ছদ’ প্রচার হবে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিট, নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ফরহাদ আলম।

আলোচিত জুটি আফরান নিশো-মেহজাবীনের ‘প্লাস ফোন পয়েন্ট ফাইভ’ প্রচার হবে রাত সাড়ে নয়টায়। এটি পরিচালনা করেছেন ‘ছুঁয়ে দিলে মন’ চলচ্চিত্রের নির্মাতা শিহাব শাহীন।

মিজানুর রহমান আরিয়ানের ‘যদি কোনোদিন’ প্রচার হবে রাত ১১টায়। এতে জুটি বেঁধেছেন অপূর্ব ও মেহজাবীন।


আরটিভি
ইমরাউল রাফাতের পরিচালনায় ‘তুলা মিন মকর’ প্রচার হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। এতে মীন রাশির জাতিকার চরিত্রে অভিনয় করেছেন মম। যার স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। দাম্পত্য জীবনের নানা চড়াই-উতরাইয়ের গল্প তুলে আনা হয়েছে নাটকে।

তাহসান ও সাবিলা নূরকে নিয়ে ভিকি জাহেদের রোমান্টিক নাটক ‘প্রিয় আদনান’ প্রচার হবে রাত সাড়ে ৮টায়। ভিকি জাহেদের পরিচালনায় রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে ‘কায়কোবাদ’; এতে অভিনয় করেছেন নিশো ও মেহজাবীন চৌধুরী।


বাংলাভিশন
জাহিদ হাসানের পরিচালনায় ‘দূরত্ব বজায় রাখুন’ প্রচার হবে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে। পারিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন জাহিদ হাসান।

অপূর্ব ও সাবিলা নূরকে নিয়ে রুবেল হাসানের ‘নানা বাড়ি’ প্রচার হবে রাত ৯টা ৫ মিনিটে। মোশাররফ করিম ও সারিকার ‘উধাও’ প্রচার হবে রাত ১০টা ৪৫ মিনিটে। নাটকটি পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক।


মাছরাঙা
চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘অন্ধ জলছবি’ প্রচার হবে রাত রাত ৯টা ৫০ মিনিটে; এতে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ, খায়রুল বাসার।

মেজবাহ উদ্দিন সুমনের রচনা ও আবু হায়াত মাহমুদের পরিচালনায় ‘মামলা ম্যা ‘ প্রচার হবে রাত ১১টা ২০ মিনিটে। একে অভিনয় করেছেন মীর সাব্বির, ফারিয়া শাহরিন।


চ্যানেল নাইন
মারজুক রাসেল অভিনীত ‘কসাই গ্যাং’ প্রচার হবে রাত ৮টায়। এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান মুকুল। মেহেদী হৃদয়ের পরিচালনায় ‘সোবহান সাহেবের বড় ফ্লাট’ প্রচার হবে রাত ৯টায়। অভিনয় করেছেন মারজুক রাসেল, তৌসিফ মাহবুব।

পরিচালক বর্ণ নাথের ‘পাগল হমু কমতে’ প্রচার হবে রাত ১০টা ৩০ মিনিটে। অভিনয় করেছেন মারজুক রাসেল, মুকিত জাকারিয়া।


দীপ্ত টিভি
রাত ৮টায় মাহমুদুর রহমান হিমির পরিচালনায় ‘ভালোবাসার বটি কাবাব’ প্রচার হবে রাত ৮টায়। অভিনয় করেছন অপূর্ব, সাবিলা নূর।

অপূর্ব-সাফা কবির জুটিকে নিয়ে বাবু সিদ্দিকীর নাটক ‘মেঘলা দিন’ প্রচার হবে রাত ১২টা ১০ মিনিটে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ