Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘পাকিস্তানকে আটকাতে ইচ্ছা করে হারবে ভারত’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুন, ২০১৯, ৬:০৩ পিএম

পাকিস্তান যেন সেমিফাইনালে উঠতে না পারে সেজন্য লিগ পর্বে নিজেদের ম্যাচে বাংলাদেশ-শ্রীলঙ্কার কাছে ইচ্ছা করে ভারত ম্যাচ হারবে বলে মন্তব্য করেছেন পাক দলের সাবেক ব্যাটসম্যান বাসিত আলি। পাকিস্তানের টিভি চ্যানেল আরি নিউজের এক অনুষ্ঠানে ভারতের সমালোচনা করতে গিয়ে বাসিত এমন বিদ্রƒপপূর্ণ মন্তব্য করেন।
বাসিত বলেন, ‘ভারতের এখনও পর্যন্ত মাত্র ৫টি ম্যাচ খেলেছে (ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ বাদে)। তাদের সেমির পথ সহজ। ভারত কখনোই চাইবে না পাকিস্তান সেমিফাইনাল খেলুক। ভারতের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ রয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে। যারা সেমির দৌঁড়ে আছে। আফগানিস্তানের বিপক্ষে ভারত কেমন খেলেছে-কীভাবে খেলেছে তা তো সবাই-ই দেখেছি।’
বাসিতের এমন মন্তব্য শুনে অনুষ্ঠানের উপস্থাপক তাকে আবারো জিজ্ঞেস করেন, ‘তবে কি আপনি বলতে চাইছেন, ভারত ইচ্ছে করে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে ম্যাচ ছেড়ে দিবে?’ এমন প্রশ্নের জবাবে বাসিত বলেন, ‘মানুষ তো বলবে না যে, ভারত ইচ্ছে করে হেরে গিয়েছে। কারণ তারা তো সত্য স্বীকার করতে ভয় পায়। ভারত এমন ম্যাচ খেলবে যে কেউ বুঝতেই পারবে না যে ম্যাচে কী হচ্ছে। পাকিস্তান যাতে সেমিফাইনালে না উঠতে পারে এজন্য বাংলাদেশ-শ্রীলঙ্কার সাথে খারাপ ক্রিকেট খেলবে ভারত।’
বাংলাদেশকে জড়িয়ে অতীতে অনেক বিদ্রƒপ মন্তব্যও করেছিলেন পাকিস্তানের হয়ে ১৯ টেস্ট ও ৫০ ওয়ানডে খেলা বাসিত। তিনি বলেছিলেন, ‘বাংলাদেশ টেস্ট মর্যাদা পাবার যোগ্য নয়।’
চলমান বিশ্বকাপে ৭ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে সবার আগে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে রেখেছে অস্ট্রেলিয়া। সেমির পথে বেশ ভালোভাবেই এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড ও ভারত। ৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে নিউজিল্যান্ড। আর ৫ খেলায় ৯ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে ভারত। ৭ খেলায় চারে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৮। সমান ৭ ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তানের পয়েন্ট ৭ করে। নেট রান রেটে এগিয়ে পাঁচে বাংলাদেশ। সেমির দৌঁড়ে আছে ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে থাকা শ্রীলঙ্কাও।
নিউজিল্যান্ড-ভারতের জন্য কাজটা যতটা সহজ, ইংল্যান্ড-বাংলাদেশ-পাকিস্তান-শ্রীলঙ্কার জন্য ততটাই কঠিন। পরের ম্যাচগুলোর উপর নির্ভর করছে ইংল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার ভাগ্য। সেই ভাগ্য অনেক ‘যদি’-‘কিন্তু’ উপর দাঁড়িয়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ ক্রিকেট

১৬ জুলাই, ২০১৯
১৫ জুলাই, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ