Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

সরকারি গবেষণায় বাজেটের ৫ দুর্বলতা

প্রকাশের সময় : ৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : বাংলাদেশের বাজেট প্রণয়নে পাঁচটি দুর্বলতা রয়েছে। দুর্বলতাগুলো হলোÑ নীতি ও লক্ষ্যে অস্পষ্টতা, পরিকল্পনা ও তথ্যের অভাব, নজরদারি না থাকা, অবাস্তবভিত্তিক ব্যয় প্রাক্কলন, সময় উপযোগী তথ্য ও পরিকল্পনার মধ্যে ঘাটতি।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক কর্মশালায় গবেষণার এ তথ্য জানানো হয়। পরিকল্পনা কমিশনের সামাজিক বিজ্ঞান গবেষণা পরিষদের এই গবেষণায় নেতৃত্ব দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম আবুল কাশেম মজুমদার।
পরিকল্পনা বিভাগের সচিব তারিক-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য আবদুল মান্নান, বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের ভারপ্রাপ্ত সদস্য জুয়েনা আজিজ, পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব ও .এন. সিদ্দিকা খানম প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সরকারি গবেষণায় বাজেটের ৫ দুর্বলতা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ