নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স দ্বিতীয় বিভাগ হকি লিগে বুধবার দু’টি ম্যাচই অমিমাংসিতভাবে শেষ হয়েছে। এদিন বিকেলে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ইয়াংস্টার ক্লাব ১-১ গোলে ড্র করে রক্তিম সংঘের বিপক্ষে। ম্যাচের ১৩ মিনিটে ইয়াংস্টারের পক্ষে রাব্বি ফিল্ড গোল করে দলকে এগিয়ে নেন (১-০)। ৪৪ মিনিটে রক্তিম সংঘের জীবন ফিল্ড গোলে ম্যাচ সমতায় আনেন (১-১)। শেষ পর্যন্ত আর কোনও গোল না হওয়ায় অমিমাংিসিতভাবেই শেষ হয় ম্যাচটি। একই ভেন্যুতে সন্ধ্যায় অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে তেজগাঁও অগ্রগামী ক্লাব ১-১ ব্যবধানে ড্র করে উদিতি ক্লাবের সঙ্গে। ম্যাচের ২০ মিনিটে উদিতির হেলাল পেনাল্টি কর্ণার থেকে গোল করে দলকে এগিয়ে নেন (১-০)। নয় মিনিট পর হৃদয় জুনিয়র তেজগাঁওয়ের হয়ে ফিল্ড গোল করলে সমতায় ফেরে ম্যাচটি (১-১)। শেষ পর্যন্ত এই ফলাফলই থাকে।
বৃহস্পতিবার লিগের দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে। মওলানা ভাসানী স্টেডিয়ামে বিকেলে প্রথম ম্যাচ খেলবে ঢাকা ইয়াংস্টার ক্লাব ও রায়ের বাজার এসি। একই ভেন্যুতে সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে রক্তিম সংঘ মুখোমুখি হবে ইস্ট এন্ড গ্রীন ক্লাবের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।