Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯: বাংলাদেশ, শ্রীলংকা ও পাকিস্তানের সেমিফাইনাল যেতে কী করতে হবে?

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৯, ৬:১৪ পিএম

বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার লড়াই জমে উঠেছে, একটি জায়গার জন্য লড়াই হবে চারটি দলের।

তবে ফেভারিট ইংল্যান্ড সেই জায়গাটি আগে থেকেই দখলে রেখেছে।

কিন্তু এই চার নম্বর পজিশনে কি তারা থাকতে পারবে? সেটার উত্তর দেবে সময়।

টুর্নামেন্টের শুরুতে হট ফেভারিট ইংল্যান্ড ক্রিকেট দল, পাকিস্তান, শ্রীলংকা ও অস্ট্রেলিয়ার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়ার শঙ্কা জাগিয়ে তুলেছে।

সাথে আশাবাদী করেছে বাংলাদেশ, পাকিস্তান এমনকি শ্রীলংকাকেও। এই তিনটি দলেরই সেমিফাইনালে ওঠার সম্ভাবনা এখনো টিকে আছে।
কিন্তু কীভাবে...

বাংলাদেশ
ম্যাচ-৭

জয়-৩

হার-৩

ফলাফল নেই-১

পয়েন্ট-৭

নেট রান রেট- -০.১৩৩

বাংলাদেশের পরবর্তী ম্যাচ এজবাস্টনে ভারতের বিপক্ষে।

আগামী মঙ্গলবার এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।

তবে এই ম্যাচটি জেতা সহজ হবে না বাংলাদেশের জন্য।

কিন্তু কোনভাবে যদি বাংলাদেশ এই ম্যাচে জয় পায়, সেক্ষেত্রে পাকিস্তানের বিপক্ষে ৫ই জুলাইয়ের ম্যাচটি 'ডু অর ডাই' হয়ে যেতে পারে।

পাকিস্তান ও বাংলাদেশ ৫ই জুলাই লর্ডসে মুখোমুখি হবে।

এই দুই ম্যাচে জয় পেলে বাংলাদেশের পয়েন্ট দাঁড়াবে ১১।

শ্রীলংকা
ম্যাচ-৬

জয়-২

হার-২

ফলাফল নেই-২

পয়েন্ট-৬

নেট রান রেট- -১.১১৯

এখন পর্যন্ত ছয় ম্যাচে মাত্র দুটো জয় পেয়েছে শ্রীলংকা।

কিন্তু তাদের এখনো সুযোগ রয়েছে সেমিফাইনালে ওঠার।

দুটো ম্যাচ পরিত্যক্ত হওয়ায় শ্রীলংকা পেয়েছে দুটো মূল্যবান পয়েন্ট।

এরপর হারিয়েছে ইংল্যান্ডকে।

শ্রীলংকার ম্যাচ বাকি আছে তিনটি।

- ২৮শে জুন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে

- পহেলা জুলাই, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, এবং

- ৬ই জুলাই, ভারতের বিপক্ষে।

যদি শ্রীলংকা ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতে যায় সেক্ষেত্রে তারা সেমিফাইনালের পথে বড় ধাপ এগোবে।

কিন্তু অন্যথা বিপত্তি ঘটবে, কারণ যদি পয়েন্ট সমান হয়ে যায় সেক্ষেত্রে বিবেচ্য হবে মুখোমুখি লড়াই, সেখানে পিছিয়ে শ্রীলংকা, এমনকি নেট রান রেটেও নেতিবাচক শ্রীলংকার অবস্থান।

পাকিস্তান
ম্যাচ-৬

জয়-২

হার-৩

ফলাফল নেই-১

পয়েন্ট-৫

নেট রান রেট- -১.২৬৫

পাকিস্তানের অন্যতম খ্যাতি 'অনুমান করা কঠিন' এমন দল হিসেবে, এই বিশ্বকাপেও সেটার ছাপ রেখেছে দলটি।

প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৫ রানে অল-আউট হওয়া দলটি ইংল্যান্ডের বিপক্ষে তোলে ৩৪৮ রান, জয়ও তুলে নেয় ১৪ রানে।

নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তান যদি জিতে যায়, সেক্ষেত্রে ইংল্যান্ডের চেয়ে ১ পয়েন্ট পেছনে থেকে পাঁচ নম্বরে থাকবে দলটি।

নিউজিল্যান্ডের বিপেক্ষ যদি হেরেও যায় সেক্ষেত্রে তাদের পরবর্তী দুটো ম্যাচ আফগানিস্তান ও বাংলাদেশের বিপক্ষে।

যদিও এই দুই ম্যাচ জিতলেই যে পাকিস্তান সেমিফাইনাল খেলবে সেটা নিশ্চিত নয়।

সেক্ষেত্রে অন্যদের ফলাফলের দিকেও চোখ রাখতে হবে মিকি আর্থার ও সরফরাজের দলকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ ক্রিকেট

১৬ জুলাই, ২০১৯
১৫ জুলাই, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ