মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী নেতারা তাদের আগামী প্রেসিডেন্ট হিসেবে ডেমোক্রেট দলের হিলারি ক্লিনটনকে চান। রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্পকে নয়। এ তথ্য বেরিয়ে এসেছে বিখ্যাত ফরচুন ম্যাগাজিনের এক জরিপে। গত বুধবার ওই জরিপ প্রকাশ করা হয়েছে। জরিপে দেখা যায় ‘ফরচুন ৫শ সিইও’ নামে একটি তালিকা প্রকাশ করেছে। তাতে ৫শ জাঁদরেল ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) পছন্দ বাছাই করা হয়েছে। সে অনুযায়ী এই ৫শ সিইওর বেশির ভাগই ব্যাপক সমর্থন করেন ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটনকে। শতকরা ৫৮ ভাগ সমর্থন করছেন হিলারিকে। ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করছেন শতকরা ৪২ ভাগ। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ওয়ালমার্ট, এক্সোন মোবাইল, শেভরন, অ্যাপল, বার্কশায়ার হ্যাথওয়ে, জেনারেল মোটরস, জেনারেল ইলেকট্রিক, ফোর্ড মোটরস, এটিঅ্যান্ডটি, এইচপি, জেপি মর্গান চেজ, আইবিএম, বোয়িং, অ্যামাজন ডট কম প্রভৃতি। এ তথ্য প্রকাশিত হয়েছে দ্য ওয়াশিংটন পোস্টে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্রের বাইরে এসব কোম্পানির রয়েছে বিপুল অংকের ব্যবসা। এসব প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তারা তাই ডোনাল্ড ট্রাম্পের ব্যবসা-বিরোধী বক্তব্য সমর্থন করছেন না। তারা বলছেন, সম্পর্ক ছিন্ন করা নয়, ব্যবসার ক্ষেত্রে যেসব বাধা আছে তা দূর করতে হবে। গুগল ও ফেসবুকের মতো সদস্যরা ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ সমর্থন করছে। এ চুক্তির অধীনে বিশ্ব অর্থনীতির শতকরা ৪০ ভাগ ব্যবসা হবে। কিন্তু একে ভয়াবহ (হরিবল) বলে আখ্যায়িত করেছেন ট্রাম্প। উল্লেখ্য, অভিবাসন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের যে নীতি তা নিয়ে এরই মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করতে চান। যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী এক কোটি ১০ লাখ অভিবাসীকে তাদের স্ব স্ব দেশে ফেরত পাঠাতে চান। দ্য ওয়াশিংটন পোস্টে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।