Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঁচ দেশ সফরে যাচ্ছেন মোদী

প্রকাশের সময় : ৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

কোলকাতা সংবাদদাতা : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশ সফরের উদ্দেশ্যে আগামীকাল শনিবার রওনা হচ্ছেন বলে সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। সফরসূচি অনুযায়ী ৪ জুন প্রথমেই মোদী যাবেন আফগানিস্তান। সেখানে তিনি ভারতের আর্থিক সহায়তায় নির্মিত সলমা ড্যাম-এর উদ্বোধন করবেন। আফগানিস্তান থেকে মোদীর সেদিনই কাতারের রাজধানী দোহা পৌঁছাবার কথা রয়েছে। উল্লেখ্য, ২০১৫ সালের মার্চ মাসে কাতারের আমীর শেখ তামীম বিন হামাদ আল থানী ভারত সফরে এসে প্রধানমন্ত্রী মোদীকে কাতার সফরের জন্য আমন্ত্রণ জানিয়ে গিয়েছিলেন। খবরে বলা হয়, ৫ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাতারে পৌঁছাবেন। এখানে কাতারের আমীরের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। প্রসঙ্গত, ভারতে সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস যোগান দেয় কাতার। প্রধানমন্ত্রী মোদী সে দেশ থেকে আরও বেশি আমদানীর ব্যাপারে উদ্যোগ নিতে পারেন। মোদীর বিদেশ সফরের খবর জানাতে গিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ জানান, কাতার খাড়ি অঞ্চলে আমাদের গুরুত্বপূর্ণ পারস্পরিক ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। এনডিটিভি’র খবরে বলা হয়, গত ২০১৪-২০১৫ আর্থিক বছরে দু’দেশের মধ্যে ১৫ বিলিয়ন ডলারেরও বেশি ব্যবসা হয়েছে। এই দেশটি আমাদের সবচেয়ে বেশি এলএনজি-র চাহিদা পূরণ করে। ২০১৫-২০১৬ সালে প্রায় ৬৫% এলএনজি-র চাহিদা তারাই পূরণ করেছে। এছাড়াও তুলনামূলক ভাবে কাতার আমাদেরকে সবচেয়ে বেশি অপরিশোধিত তেল সরবরাহ করে। সবচেয়ে বড় কথা কাতারে প্রায় ৬,৩০,০০০ ভারতীয় বসবাস করেন। সেদিক থেকে দেখতে গেলে প্রবাসী ভারতীয়দের মধ্যে সবচেয়ে বড় অংশটাই থাকে এই কাতারে। কাতারের পর মোদী যাবেন সুইজারল্যান্ড। সেখানে প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তথ্য-প্রযুক্তি ও বিনিয়োগ নিয়ে আলাপ-আলোচনা হবে। মোদী ৭ ও ৮ জুন থাকবেন যুক্তরাষ্ট্রে। এটি হবে প্রধানমন্ত্রী মোদীর চতুর্থ যুক্তরাষ্ট্র সফর। এ সময় তিনি সংসদের যৌথ অধিবেশনে বক্তব্য রাখবেন। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি নামী কোম্পানীর সিইও-র সঙ্গেও তিনি বৈঠক করবেন। যুক্তরাষ্ট্র থেকে মোদী যাবেন মেক্সিকো। বর্তমানে মেক্সিকোর সঙ্গে ভারতের আর্থিক স¤পর্ক দ্রুত উন্নতি হচ্ছে। আপাতত যা ঠিক আছে তাতে মোদী আগামী ১০ জুন স্বদেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাঁচ দেশ সফরে যাচ্ছেন মোদী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ