Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সিরিয়ায় ১৯টি অবরুদ্ধ এলাকার মধ্যে দুটিতে পৌঁছেছে ত্রাণ

প্রকাশের সময় : ৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ার অবরুদ্ধ এলাকাগুলোতে আকাশপথে মানবিক সহায়তা দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স। এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আজ শুক্রবার এক বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এদিকে, গৃহযুদ্ধকবলিত সিরিয়ার অসহায় মানুষদের জন্য জন্য জরুরি ভিত্তিতে ত্রাণ পৌঁছানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দেওয়া সময়সীমার মধ্যে দেশটির মাত্র দুটি অবরুদ্ধ এলাকায় ত্রাণ বহর পৌঁছেছে। অথচ সিরিয়ার অবরুদ্ধ এলাকার সংখ্যা ১৯টি। তাছাড়া জাতিসংঘ, আন্তর্জাতিক রেডক্রস ও সিরিয়ান আরব রেড ক্রিসেন্টের সহায়তায় পাঠানো ত্রাণ বহরে মেডিক্যাল সরঞ্জামাদি এবং শিশুদের জন্য দুধের মতো পুষ্টিকর দ্রব্য থাকলেও এরমধ্যে অন্য কোনও খাদ্যদ্রব্য নেই। এমন পরিস্থিতিতে সিরিয়ার অবরুদ্ধ শহরগুলোতে বিমান থেকে ত্রাণ ফেলার কাজ শুরু করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স। বিমান থেকে ত্রাণ ফেলা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনা হওয়ারও কথা রয়েছে। গত মাসে ইন্টারন্যাশনাল সিরিয়া সাপোর্ট গ্রুপ (আইএসএসজি) সিরিয়ায় জরুরি ভিত্তিতে ত্রাণ সরবরাহের জন্য ১ জুনের সময়সীমা দিয়েছিল। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নেতৃত্বে আরব লিগ, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘসহ ১৭টি বিশ্ব ও আঞ্চলিক শক্তি নিয়ে আইএসএসজি গঠিত। আইএসএসজি-এর সময়সীমার মধ্যে, গত বুধবার সামান্য সংখ্যক ত্রাণ পৌঁছানো গেছে। তবে দামেস্কের কাছের এলাকা দারায়াতে যাওয়া ত্রাণবহরটিতে কোনও খাবার ছিল না। গত বুধবার সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর দারায়াতে প্রথম ত্রাণবহরটি পৌঁছায়। ২০১২ সালে সরকারিভাবে শহর অবরুদ্ধ করা শুরু করার পর এবারই প্রথম ত্রাণ পৌঁছালো সেখানে। নিজস্ব প্রতিনিধির বরাতে আল জাজিরা জানায়, বহরটিতে মেডিক্যাল সরঞ্জামাদি, ভ্যাক্সিন এবং কিছু পুষ্টিকর দ্রব্য ছিল। তবে সেখানে কোনও ভারি খাবার ছিল না। অসমর্থিত সূত্রকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, সিরিয়ার সরকার সব ধরনের মেডিক্যাল সরঞ্জামাদিও ঢুকতে দেয়নি। যেমন-সার্জিক্যাল কিট দারায়াতে ঢুকতে পারেনি। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড অভিযোগ করেন, সিরিয়ায় ত্রাণ সরবরাহ নির্বিঘœ করার সুযোগ দেওয়ার জন্য দেশটির সরকারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানে সাড়া মেলেনি। বিবিসি, আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিয়ায় ১৯টি অবরুদ্ধ এলাকার মধ্যে দুটিতে পৌঁছেছে ত্রাণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ