Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

জিনপিং-পুতিন-ট্রাম্প সাক্ষাৎ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৯, ১২:০৫ এএম


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানে এ সপ্তাহে অনুষ্ঠিতব্য জি২০ সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনসহ বিশ্বের অন্যান্য দেশের নেতার সঙ্গে সাক্ষাৎ করবেন। সোমবার মার্কিন কর্মকর্তা এ কথা জানান। সংবাদ সংস্থা এএফপির বরাত দিয়ে জানানো হয়েছে, সম্মেলনে ট্রাম্পের সাক্ষাতের তালিকায় রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান, জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।

এ ছাড়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কথা বিবেচনা করে সউদী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও কথা বলবেন ট্রাম্প। ওসাকায় এ সম্মেলনের দ্বিতীয় দিন আগামী শনিবার চীনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের এ সাক্ষাৎ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জি২০ সম্মেলনের পর মার্কিন প্রেসিডেন্ট সিউলে যাবেন। সেখানে উত্তর ও দক্ষিণ কোরিয়া সীমান্তের ডিমিলিটারাইজড জোন (ডিএমজেড) পরিদর্শনে ট্রাম্পের কোনো পরিকল্পনা রয়েছে কি না, সে ব্যাপারে জানতে চাইলে ওই কর্মকর্তা বিষয়টি নিশ্চিত বা প্রত্যাখ্যান কোনোটিই করেননি। তবে ওই কর্মকর্তা বলেছেন, এশিয়ায় ট্রাম্পের সফর চলাকালে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তাঁর সাক্ষাতের কোনো পরিকল্পনা নেই। এ পর্যন্ত ট্রাম্প ও কিমের মধ্যে দুবার বৈঠক হয়েছে। ২০১৮ সালের জুনে সিঙ্গাপুরে তাঁদের মধ্যে প্রথম এবং ২০১৯ সালের ফেব্রুয়ারি হ্যানয়ে দ্বিতীয় বৈঠক হয়। এএফপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ