Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অলিম্পিয়ান দ্যুতি চন্দের ভূমিকায় কঙ্গনা রানাওত!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৯, ১২:০৫ এএম

জানা গেছে অলিম্পিকে অংশগ্রহণকারী ভারতের দ্রæততম নারী দৌড়বিদ দ্যুতি চন্দের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণে আগ্রহ প্রকাশ করেছেন বলিউডের বেশ কয়েকজন নির্মাতা। এর মধ্যে এ বিষয়ে যোগাযোগও করা হয়েছে। তার বায়োপিকের নির্মাণ স্বত্ব জন্য তার সঙ্গে কথা বলেছেন অভিনেতা-প্রযোজক অনিল কুমার এবং রাকেশ ওমপ্রকাশ মেহরা; উল্লেখ্য পরের জন ভারতের কিংবদন্তীতুল্য ক্রীড়াবিদ মিলখা সিংকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন। “এটি একটি দীর্ঘ কাহিনী। অনেক কিছু ঘটেছে আমার জীবনে। অনেক সংগ্রাম আর প্রতিবন্ধকতা পেরোতে হয়েছে আমাকে। আমার আত্মবিশ্বাস দিয়ে আমি সব বাধা অতিক্রম করেছি আর দেশের জন্য পদক জয় করেছি। অনেক নির্মাতা আমার সঙ্গে যোগাযোগ করেছেন, তবে আমি এখনও সায় দিইনি। অনিল কাপুর আর রাকেশ মেহরা ছাড়াও কাহিনী স্বত্বের জন্য অনেকে যোগাযোগ করেছে। এমনকি প্রামাণ্যচিত্র নির্মাণের জন্যও কথা হয়েছে। এতো আগ্রহ দেখে মনে হচ্ছে আমার গল্প হিট হবে,” দ্যুতি বলেন। তার ভূমিকায় কে অভিনয় করবেন জানতে চাইলে তিনি বলেন, “অভিনেত্রীর বিষয়ে সিদ্ধান্ত নেবে প্রযোজক আর পরিচালক। আমি ‘ভাগ মিলখা ভাগ’, ‘দাঙ্গাল’ এবং ‘মেরি কম’ দেখেছি। মেরি কমের ভূমিকায় প্রিয়াঙ্কা চোপড়া খুব ভাল করেছেন। শেষ পর্যন্ত আমার ভূমিকায় কাকে নেয়া হবে জানি না. তবে কঙ্গনা রানাওত পর্দায় আমাকে নিখুঁতভাবে তুলে ধরতে পারবেন বলে আমি মনে করি।” আসলেই দ্যুতির ভূমিকায় কে অভিনয় করেন তা জানান জন্য অপেক্ষা করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ