Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টস হেরে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

বিশ্বকাপ ক্রিকেট ২০১৯

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ জুন, ২০১৯, ৩:২০ পিএম

টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া। নিজেদের সপ্তম ম্যাচে টসে জিতে ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগান প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। টসে জিতলে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চও প্রথমে বোলিং বেঁছে নিতেন বলে জানান। অস্টেলিয়া দল দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে। অন্যদিকে ইংল্যান্ড দল আগের একাদশ নিয়েই মাঠে নামবে।

অস্ট্রেলিয়া একাদশ: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইসনস, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), জেসন বেহানড্রফ, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন।

ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারেস্টো, জেমস ভিন্স, জো রুট, এউইন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উড।

শীর্ষে যাওয়ার লড়াইয়ে অস্ট্রেলিয়ার সামনে ইংল্যান্ড

বিশ্বকাপের ৩২তম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি অস্ট্রেলিয়া। লর্ডসে এ ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায়। ছয় ম্যাচে ৫ জয় ও ১ হারে ১০ পয়েন্টে থাকা অস্ট্রেলিয়ার লক্ষ্য এই লড়াইয়ে জয়ী হয়ে শীর্ষে পৌছে যাওয়া। অন্যদিকে শেষচারের কঠিন সমীকরন এড়াতে জয় চায় ইংল্যান্ডও। তবে টেবিলের পাঁচে থাকা বাংলাদেশ, ছয়ে থাকা শ্রীলঙ্কা ও সাতে অবস্থান করা পাকিস্তানের সমর্থন থাকবে অজিদের পক্ষে। সেমির আশা টিকিয়ে রাখতে হলে ইংল্যান্ডের হারিএশিয়ার এই তিন দলকেই এগিয়ে নেবে।

পরিসংখ্যান:

মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। পাঁচবারের চ্যাম্পিয়নরা এগিয়ে বিশ্বকাপের হেড টু হেডেও। কিন্তু কন্ডিশনে এগিয়ে থাকবে ইংল্যান্ড।

ওয়ানডেতে:

ম্যাচ: ১৪৭

অস্ট্রেলিয়া জয়ী: ৮১

ইংল্যান্ড জয়ী: ৬১

টাই: ২

পরিত্যক্ত: ৩

বিশ্বকাপে:

অস্ট্রেলিয়া জয়ী: ৫

ইংল্যান্ড জয়ী: ২



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ ক্রিকেট ২০১৯

১৫ জুলাই, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ