Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে নেটিজেনদের জয়ের প্রত্যাশা

শাহেদ নুর | প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৯, ৫:৪৪ পিএম

বিশ্বকাপের ৩১তম ম্যাচে আজ সোমবার বিকেলে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে আফগানিস্তান। দলীয় সপ্তম ম্যাচে সাউদাম্পটনের রোজ বোলে আফগানদের বিরুদ্ধে মাঠে নামছে টাইগাররা। এখন পর্যন্ত দুই দলের মুখোমুখি লড়াইয়ে ৭ ম্যাচের মধ্যে আফগানিস্তান জিতেছে ৩টিতে আর সর্বশেষ ম্যাচসহ ৪টিতে জিতেছে বাংলাদেশ। এর মধ্যে বিশ্বকাপে একবারই মুখোমুখি হয়েছিলো দু’দল, সেখানে জিতেছে টাইগাররা। বর্তমানে দলের পারফরমেন্স ও বিশ্বকাপের পয়েন্ট টেবিলে অনেকটাই এগিয়ে বাংলাদেশ। এদিকে সেমিফাইনালে যাওয়ার জন্য টাইগারদেরকে এই ম্যাচসহ সামনের সব ক’টি ম্যাচ জিতে হবে। সব মিলিয়ে এই ম্যাচে জয়ের কোন বিকল্প দেখছেন না নেটিজেনরা। ফেইসবুক, টুইটারসহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকের ম্যাচের জন্য শুভ কামনা জানানোর পাশাপাশি জয় লাভে প্রত্যাশা করছেন তারা।

জোবায়ের আহমেদ তার ফেইসবুকে লিখেছেন, ‘আফগানিস্তানের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি দিয়ে চরাও হওয়া উচিত, ওদেরকে কোনো সুযোগ দেওয়া যাবে না, আজ যেকোনো প্রকারে জয় চাই, জ্বলে উঠতে হবে সবাইকে, ইনশাআল্লাহ, আজ ভালো কিছু হবে।’

‘সেমিফাইনালে যাওয়ার জন্য, বাংলাদেশের বাঁচা মরার লড়াইয়ে আজ প্রতিপক্ষ আফগানিস্তান। নিঃসন্দেহে বলা যায়, লড়াইটা হবে মূলত আফগান স্পিনার ও আমাদের ব্যাটসম্যানদের মধ্যেই। তবে এই বিশ্বকাপে আমাদের যে পারফরম্যান্স, তাতে অবশ্যই ফেবারিট আমরাই। ইনশাআল্লাহ, বিজয়ের হাসি আমরাই হাসবো। - লিখেছেন এ. কে. এম. রাসেল।

সাকিব আল হাসানের ছবি ফেইসবুক ওয়ালে শেয়ার করে ক্যাপশনে নীলাঞ্জনা লীনা লিখেছেন, ‘সাকিব আল হাসানের সামনে সবচেয়ে বড় মাইলফলক দাঁড়িয়ে। আর মাত্র ২৩ রান করতে পারলেই ডেভিড ওয়ার্নারকে ছাড়িয়ে আবারও বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহের তালিকায় শীর্ষে উঠে যেতে পারবেন সাকিব। আজকে জয় লাভের পাশাপাশি সাকিবকে বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষে দেখতে চাই।’

তামিম, সাকিব, মাহমুদুল্লাহ, মুশফিক ও মাশরাফির একটি গ্রুপ ছবি শেয়ার করে মোহাম্মদ মোকতার হোসাইন লিখেছেন, ‘পঞ্চপান্ডব তোমাদের দিকে তাকিয়ে আছে স্বপ্ন দেখা ১৭ কোটি বাঙালী। খেলবে টাইগার, জিতবে টাইগার।’

‘বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচটি হবে মুলত সাকিব আল হাসান বনাম রাশিদ খানের ম্যাচ। এবার খেলা হবে.....’ - টুইটারে লিখেছেন জুয়েল রানা।

মাহমুদুল্লাহর ছবি পোস্ট করে রাজিব আহমেদ লিখেছেন, ‘আজকে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছেন মাহমুদুল্লাহরা। আফগানের বিপক্ষে ৬ম্যাচে ২৪৬রান নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক প্রিয় রিয়াদ ভাইয়া। গেলো এশিয়া কাপে দুবাইয়ের স্পিন পিচে রশিদ খানকে ২বার মাঠের বাইরে উড়িয়ে ২টা বিশাল ছক্কা হাঁকিয়েছিলেন মাহমুদউল্লাহ। ইনশাআল্লাহ, আজকেও বসের ব্যাট থেকে মারমুখী একটা ইনিংস দেখার অপেক্ষায় রইলাম।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ ক্রিকেট

১৬ জুলাই, ২০১৯
১৫ জুলাই, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ