Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সাকিব-মুশফিকের পঞ্চাশ রানের জুটি

বিশ্বকাপ ক্রিকেট ২০১৯

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৯, ৫:৩৮ পিএম | আপডেট : ৫:৩৯ পিএম, ২৪ জুন, ২০১৯

তামিমর বিদায়ের পর মুশফিককে নিয়ে পঞ্চাশ রানের জুটি করেছেন সাকিব। এছাড়া ক্যারিয়ারের ৪৫তম ফিফটিও পূর্ণ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। মুশফিক অপরাজিত আছেন ৩০ রানে, সাকিব খেল ছেন ৫০ রানে। এর আগে বিশ্বকাপে ১৯তম ব্যাক্তি হিসেবে ১০০০ রান পূর্ণ করেছেন সাকিব। বাংলাদেশী প্রথম ব্যাটসম্যান হিসেবেও এই রেকর্ড করলেন তিনি।

২৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৩৯ রান।

বেঁচে গেলেন সাকিব

১৮তম ওভারে রশিদের প্রথম বলেই সাকিবকে এলবিডব্লিউয়ের সিদ্ধান্ত দেন আম্পায়ার। সঙ্গে সঙ্গে রিভিউ নেন সাকিব। রিভিউতে দেখা যায়, ইন লাইনে পিচ করা বলটি স্ট্যাম্পের উপর দিয়ে যাচ্ছে। ফলে বেঁচে গেলেন সাকিব, বাংলাদেশের রিভিউটিও টিকে থাকল। ব্যক্তিগত ২৬ রানে সাকিব এই জীবন পান।

আত্মবিশ্বাসহীন তামিমের বিদায়, চাপে বাংলাদেশ

শুরু থেকে নড়বড়ে ব্যাটিং চালিয়ে যাওয়া তামিম সরাসরি নবীর বলে বোল্ড হয়ে ফিরে গেলেন। ৩৬ রান করা তামিমকে হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। সাকিব ২৬ রানে ও মুশফিক ০ রানে অপরাজিত আছেন।

১৭ ওভার শেষে সংগ্রহ ২ উইকেটে ৮২ রান।

আবারও শীর্ষে সাকিব

বিশ্বকাপে শীর্ষ রান সংগ্রাহকের মুকুট আবারও ফিরে পেলেন সাকিব। আফগানদের বিরুদ্ধে ম্যাচে ২৩ রান পেরুনোর সময় ওয়ার্নারকে টপকে যান তিনি। বিশ্বকাপে ওয়ার্নারের রান ৪৪৭। সাকিবের রান এখন ৪৪৮। তামিম ৩০ রানে ও সাকিব ২৩ রানে অপরাজিত আছেন। ইতমদ্যে সাকিব-তামিম জুটিও পেরিয়েছে পঞ্চাশ রান।

১৪ ওভারে সংগ্রহ ১ উইকেটে ৭৪ রান।

শুরুতেই ফিরলেন লিটন

ওপেনিংয়ে পরিবর্তন এনে সৌম্যর পরিবর্তে খেলানো হয় লিটনকে। ভালো খেলে সেই আস্থার প্রতিদানও দিচ্ছিলেন বদলি এই ওপেনার। কিন্তু আফগান স্পিনার মুজিবের বলে শর্ট কাভারে শহিদির ক্যাচে পরিনত হয়ে ফিরে যান তিনি। ১৭ বলে ১৬ রান করে ফেরেন লিটন। ক্যাচে সন্দেহ থাকায় পরে তা তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্তের জন্য পাঠানো হয়। পরে তৃতীয় আম্পায়ার আলিম দারের কলে বিদায় নিতে হয় লিটনকে। তামিম ৬ রানে ও সাকিব ১ রানে অপরাজিত আছেন।

৫ ওভারে সংগ্রহ ১ উইকেটে ২৫ রান।

ওপেনিংয়ে তামিমের সঙ্গে লিটন

বিশ্বকাপের প্রথম ছয় ম্যাচে তামিমের সঙ্গে ওপেন করেছেন সৌম্য সরকার। কিন্তু আজ তামিমের সঙ্গে ওপেনিয়েং দেখা গেছে লিটনকে।

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিজেদের সপ্তম ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ। আফগানিস্তান অধিনায়ক গুলবাদিন নাইব টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি জানান টসে জিতলে তিনি ব্যাটিংই বেছে নিতেন।

দুইটি পরিবর্তন নিয়ে আজ মাঠে নামবে বাংলাদেশ। মোসাদ্দেক হোসেন ও সাইফউদ্দিন আজ খেলবেন। বাদ পড়েছেন রুবেল হোসেন ও সাব্বির রহমান। অন্যদিকে আফগান দলও দুটি পরিবর্তন এনেছে। হজরতউল্লাহ জাজাই ও আফতাব আলমের পরিবর্তে খেলবেন সামিউল্লাহ সানওয়ারি ও দৌলত জাদরান।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহমান (উইকেটরক্ষক), লিটন দাস, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), মেহেদি মিরাজ, মোহাম্মদ সাউফউদ্দিন, মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: সামিউল্লাহ সানওয়ানি, গুলবাদিন নাইব (অধিনায়ক), রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি, আসগর আফগান, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান, ইকরাম আলী খিল (উইকেটরক্ষক), দৌলত জাদরান, মুজিব উর রহমান।

আশা বাঁচিয়ে রাখতে আফগানদের সামনে বাংলাদেশ

বিশ্বকাপের ৩১তম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ। সাউদহ্যাম্পটনে দুপুর সাড়ে তিনটায় শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে মাঠে নামবে টাইগাররা। ৬ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান পয়েন্ট টেবিলে ছয়। অন্যদিকে সমান ম্যাচে কোন জয় না পেয়ে ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আফগানরা।

পরিসংখ্যান:

মুখোমুখি লড়াইয়ে এগিয়ে বাংলাদেশ। শক্তি ও অভিজ্ঞতায়ও এগিয়ে আছে মাশরাফির দল।তবে গত ম্যাচে ভারতের বিপক্ষে আফগানদের লড়াই ভাবাচ্ছে কিছুটা। বিশ্বকাপে এখন অবধি কোন ম্যাচে মুখোমুখি হয়নি দল দুটি।

ওয়ানডেতে:

ম্যাচ: ৭

বাংলাদেশ জয়ী: ৪

আফগানিস্তান জয়ী: ৩



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ ক্রিকেট ২০১৯

১৫ জুলাই, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ