Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বড় বাঁচা বেঁচে গেছেন মিরাজ!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৯, ১২:০৪ এএম

মাত্রই বলের আঘাত লেগেছে। আঘাত গুরুতর নয় দেখে মেহেদী হাসান মিরাজ হেসে হেসেই রওয়ানা দিলেন ড্রেসিংরুমের দিকে। এমনকি নামতে চাইছিলেন ব্যাটিং অনুশীলনেও। ফিজিও নেড়েচেড়ে দেখলেন, তেমন কিছুনা। মিনিটখানেকের উদ্বেগও তাই উবে গেল। কিন্তু একটু এদিক-সেদিক হলে বিপদও হতে পারত।

গতকাল সাউদাম্পটন ম্যাচ ভেন্যুতে নিজের বোলিং অনুশীলন শেষ করেই আইসিসির ব্রডকাস্টারের আবদার মেটাতে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন মিরাজ। মাশরাফির বলে মাঝের নেটে তখন বড় বড় ছক্কার চেষ্টায় সাব্বির রহমান। বল থ্রো করছিলেন ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি। মিরাজের সাক্ষাতকারের সময়েই ঘটল একটা অঘটন। সাব্বিরের মারা বল উড়ে এসে লাগল গ্যলারির দর্শক আসনে, সেখান থেকে ফেরত গিয়ে মিরাজের মাথার এক পাশে। সঙ্গে-সঙ্গে ছুটে আসেন মাশরাফি ও তামিম ইকবাল। ফিজিও থিহান চন্দ্রমোহনও দ্রæত পৌঁছে যান ঘটনাস্থলে। ফিজিও আঘাতের জায়গা পরীক্ষা করার পর মিরাজকে নিয়ে যাওয়া ড্রেসিংরুমে।

সরাসরি এসে লাগলে আঘাত হতে পারত গুরুতর। কিন্তু বল দর্শক আসনে একবার বাউন্স খেয়ে আসায় গতি কমে যায়। তবু সতর্কতামূলক হিসেবে সঙ্গে সঙ্গেই বসে পড়েন মিরাজ। ফিজিও থিহান চন্দ্রমোহন এসে নেড়েচেড়ে দেখেন ভয়ের কিছু নেই।
একটু পরে বাংলাদেশের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম সংবাদ মাধ্যমকে জানান, ‘ড্রেসিংরুমে যাওয়ার পরই মাঠে ফিরে ব্যাটিং প্র্যাকটিস করতে চেয়েছিল মিরাজ। কিন্তু তাকে প্র্যাকটিসের অনুমতি দেওয়া হয়নি। আপাতত ফিজিওর পর্যবেক্ষণে আছে সে। তাকে দেখে স্বাভাবিক বলেই মনে হচ্ছে। মনে হয় না তেমন কোনও সমস্যা আছে।’
ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনেও থাকলো তার রেশ। এক প্রশ্নের জবাবে বাংলাদেশ কোচ স্টিভ রোডসও জানালেন, একদম ঠিকঠাক আছেন এই অফ স্পিনিং অলরাউন্ডার, ‘তার মাথার এক পাশে এসে লেগেছিল। সে তখন সাক্ষাতকার দিচ্ছিল। নেট থেকে উড়ে বল চলে আসে। তার অবস্থা একদম ভাল মনে হয়েছে। ফিজিও আবার খতিয়ে দেখবে। আমাকে প্রতিবেদন দেওয়া হবে। আমার মনে হয় সে ঠিক আছে।’

আজ সাউদাম্পটনে বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে আফগানিস্তানে বিপক্ষে নামবে বাংলাদেশ। এই মাঠের উইকেট মন্থর আর মাঠের আকারও বড় হওয়ায় স্পিনারদের ভূমিকা অনেক বড় দেখছে দু’দলই। এবার বিশ্বকাপে বাংলাদেশের স্পিন আক্রমণ সামলাচ্ছেন মিরাজ। প্রতি ম্যাচেই তার ১০ ওভার মহা গুরুত্বপূর্ণ বাংলাদেশের কাছে। মোহাম্মদ সাইফউদ্দিন ও মোসাদ্দেক হোসেনের চোট নিয়ে এমনিতেই বিপাকে বাংলাদেশ। অস্ট্রেলিয়া এ দুজনকে পাওয়া যায়নি। মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাশরাফি বিন মুর্তজাও হালকা চোট নিয়ে খেলছেন। এর মাঝে মিরাজের এভাবে চোট পাওয়া দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছিল।



 

Show all comments
  • Mousumi Hasan Surovy ২৪ জুন, ২০১৯, ১:৩৩ এএম says : 0
    সাব্বির তো জানে,, মিরাজের কিছু হলে ও একাদশে থাকতে পারবে,,,,মোসাদ্দেক থাকলেও,,,,, এই জন্যই তো ওর এই প্লান,,,,,,,
    Total Reply(0) Reply
  • RaHat AriFur RaHman ২৪ জুন, ২০১৯, ১:৩৩ এএম says : 0
    আলহামদুলিল্লাহ
    Total Reply(0) Reply
  • Mosharref Bhuiyan ২৪ জুন, ২০১৯, ১:৩৩ এএম says : 0
    সাব্বির একটা কুপা সেই একটা এক্টিভ প্লেয়ারকে আহত করে সহজ ক্যাস মিস করে জিরো রানে আউট হয়।তাকে এখনো লন্ডনে রাখা হইছে কেনো দেশে পাঠানো হয় না কেনো
    Total Reply(0) Reply
  • মোসারফ হোসেন ২৪ জুন, ২০১৯, ১:৩৩ এএম says : 0
    মিরাজের স্পিন বল এটতা টার্ন করে না,,,অারো ভাল বলারের প্রয়োজন,,....
    Total Reply(0) Reply
  • Mortuza Moyed ২৪ জুন, ২০১৯, ১:৩৪ এএম says : 0
    মিরাজকে দেশে ফেরত পাঠানো উচিৎ, ছেলেটা ফর্মে নেই!!!!!
    Total Reply(0) Reply
  • Oyalid Ahmed ২৪ জুন, ২০১৯, ১:৩৪ এএম says : 0
    কি এমন পারেন তিনি বল ও না ব্যাট ও না ।আবাল একটা ওর বাদ দিয়ে সাইফের নেওয়া উচিত
    Total Reply(0) Reply
  • মিসবাহ্ উদ্দীন মিশু ২৪ জুন, ২০১৯, ১:৩৫ এএম says : 0
    সাব্বিরের বলে আহত মিরাজ! তারে পরের ম্যাচ নিবে না, তাই হয়তো ইচ্ছা করে মিরাজের মাথায় বল মারছে মেউ ভাই
    Total Reply(0) Reply
  • আঞ্জুমান আরা ডিনা ২৪ জুন, ২০১৯, ১:৩৫ এএম says : 0
    আল্লাহ তুমি আমাদের দেশের রত্নদের হেফাজত করো, যাতে তারা দেশের সম্মান রক্ষা করতে পারে।আমিন।
    Total Reply(0) Reply
  • মোঃ মনিরুজ্জামান ২৪ জুন, ২০১৯, ৫:১৭ এএম says : 0
    এখানে সাব্বিরের কোনো দোষনেই
    Total Reply(0) Reply
  • ebadat ২৪ জুন, ২০১৯, ৯:৪৯ এএম says : 0
    কাউকে দোষারোপ না করে দোয়া করেন,আমরা সবাই তাদের জন্য শুভকামনা করি
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ ক্রিকেট

১৬ জুলাই, ২০১৯
১৫ জুলাই, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ