Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৪০ হাজার হজযাত্রী নিয়ে বিপাকে এজেন্সিগুলো

মোফার জন্য মক্কার দ্বারে দ্বারে ঘুরছে

শামসুল ইসলাম | প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৯, ১২:০৪ এএম

হজযাত্রীদের মোফার জন্য মক্কার দ্বারে দ্বারে ঘুরছে এজেন্সীর মালিকরা। হজ ফ্লাইটের প্রথম দশ দিনের প্রায় ৪০ হাজার হজযাত্রী নিয়ে বিপাকে পড়েছে বেসরকারি এজেন্সীগুলো। সউদী হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের হলি প্লেস ক্যাটারিং সার্ভিস চালু না হওয়ায় হজযাত্রীদের মোফা ইস্যু করতে পারছে না ওজারাতুল হজ। সউদী হজ মন্ত্রণালয়ের আইটি ফার্ম সিজেলটেক ও মুয়াসসাসার মাঝে রশি টানাটানির দরুণ হলি প্লেস ক্যাটারিং সার্ভিসের দ্বার উন্মুক্ত হচ্ছে না। মক্কা আল মুকাররমা থেকে হাবের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৯ আগস্ট পবিত্র হজ হবার কথা। এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী হজে যাবেন।

আইটি ফার্ম সিজেলটেক এর সার্ভার জটিলতার দরুণ হলি প্লেস ক্যাটারিং-এর কার্যক্রম চালু হচ্ছে না। মুয়াসসাসার সংশ্লিষ্ট কর্মকর্তারা এতথ্য জানিয়েছেন। মক্কাস্থ বাংলাদেশ হজ মিশনের কাউন্সেলর হজ মাকসুদুর রহমান জেদ্দাস্থ সিজেলটেক আইটি ফার্মে লোকজন পাঠালে তারা বলছেন হলি প্লেস ক্যাটারিং চালুর দায়িত্ব আমাদের না । হলি প্লেস ক্যাটারিং চালু করবে মুয়াসসাসা কর্তৃপক্ষ। হাবের অর্থ সচিব ও জীবন ট্রাভেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের মোল্লাহ গতকাল রোববার মক্কা থেকে ইনকিলাবকে জানান, সউদীর আইটি ফার্ম সিজেলটেক অফিসে আমরা দফায় দফায় গিয়েও হলি প্লেস ক্যাটারিং সার্ভিস চালুর কোনো নিশ্চয়তা পাচ্ছি না। ফলে ওজারাতুল হজ বাংলাদেশী বেসরকারি হজযাত্রীদের এখনো কোনো মোফা ইস্যু করতে পারছে না। এতে আগামী ৪ জুলাই থেকে বিমান ও সাউদিয়া এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইটের দশ দিনের প্রায় ৪০ হাজার হজযাত্রী নিয়ে এজেন্সীর মালিকরা বিপাকে পড়েছেন। হজযাত্রীদের মোফা ইস্যুর কার্যক্রম দ্রুত ইস্যু করা সম্ভব না হলে প্রথম দিকের হজ ফ্লাইট বাতিল হবার আশঙ্কা রয়েছে।

ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ শেখ মো. আব্দুল্লাহ সম্প্রতি আশকোণাস্থ হজ ক্যাম্পে বলেছেন, সউদী কর্তৃপক্ষের অবহেলার দরুণ হজযাত্রীদের মোফা ইস্যু হচ্ছে না। তিনি আরো ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় অন্যান্য বছরের তুলনায় চলতি বছর হজ ব্যবস্থাপনার কার্যক্রম আরো বেশি সুন্দর হবে। বাংলাদেশ সরকারের অনুরোধে এবার ঢাকায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দরেই জেদ্দার প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন সম্পন্ন করা হবে। এ ব্যাপারে সকল প্রস্তুতি প্রায় সম্পন্নের পথে। এতে জেদ্দা বিমান বন্দরে বাংলাদেশী হজযাত্রীদের আর ঘন্টার পর ঘন্টা ভোগান্তি পোহাতে হবে না। মক্কা থেকে মুসাফির ট্রাভেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম আতাউর রহমান জানান, সউদী ই-হজ সিষ্টেমে হলি প্লেস ক্যাটারিং (হজের ৫ দিনে খাবার) সচল না হওয়ায় ওজারাতুল হজ বাংলাদেশীর মোফা ইস্যু করতে পারছে না। এতে ফিতরা পদ্ধতির হজ ফ্লাইটের প্রথম দশ দিনের ফ্লাইট খালি যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তিনি বলেন, সরকারি ব্যবস্থাপনার ৭ হাজার হজযাত্রীর জন্য দুইটি মুয়াল্লেম নেয়া হলেও ০৭ নম্বর মুয়াল্লেম কোনো হজযাত্রীর মোফা দিতে পারেনি। তিনি বলেন, সউদী কর্তৃপক্ষ বলেছিল গত শনিবার বিকেলে হলি প্লেস ক্যাটারিং সার্ভিস চালু হবে। কিন্ত গতকাল রোববার রাত পর্যন্ত হলি প্লেস ক্যাটারিং সার্ভিস অ্যাক্টিভ না হওয়ায় হজযাত্রীদের মোফা নিয়ে অচলাবস্থা দূর হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হজ

২৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩
১৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ