Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বিধ্বস্ত মিসরীয় বিমানের ব্ল্যাক বক্সের সিগনাল পাওয়া গেছে

প্রকাশের সময় : ২ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফ্রান্সের একটি জাহাজ গভীর সমুদ্রে একটি সিগনাল চিহ্নিত করেছে যাকে গত মাসে বিধ্বস্ত মিসরীয় বিমানের ব্ল্যাক থেকে আসা সিগনাল বলে মনে করা হচ্ছে। মিসরের বেসামরিক বিমান মন্ত্রণালয় বলছে, গত মাসে ভূমধ্যসাগরের যেস্থানে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে মনে করা হয় সেখানে অনুসন্ধান পরিচালনাকালে লা প্লেস ভ্যাসেল ওই সিগনাল চিহ্নিত করে। মিসরীয় বিমানটি ৬৬ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হয় যাদের সবাই মারা গেছে বলে নিশ্চিত করা হয়। বিমানটির অনুসন্ধান ভূমধ্যসাগরের শুধু ৫ কিলোমিটারে (৩ মাইল) সীমিত করা হয়েছে।
বিমান দুর্ঘটনাবিষয়ক তদন্ত সংস্থার মতে, গভীর সমুদ্রে অনুসন্ধান প্রতিষ্ঠানের দি জন লেথব্রিজ নামের অপর একটি জাহাজ আগামী সপ্তাহে অনুসন্ধান কাজে যোগ দেবে। সূত্র : স্কাই নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিধ্বস্ত মিসরীয় বিমানের ব্ল্যাক বক্সের সিগনাল পাওয়া গেছে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ