Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাউদাম্পটনে মিলবে হিসেব?

ইমরান মাহমুদ | প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৯, ১২:৩০ এএম

দু’দিন আগেও সেমির স্বপ্ন কঠিন হয়ে গিয়েছিল নিজেদের হিসেবের মারপ্যাচে। তবে এই ৪৮ ঘন্টায় বদলেছে প্রেক্ষাপট। ঘন কালো মেঘ ফুঁড়ে উঁকি দিচ্ছে কিঞ্চিত আশার আলো। সেমিফাইনালের সমীকরণ মেলাতে এখনও যেতে হবে অনেকটা পথ। সে পথে নিজেদের জয়ের বাইরে চোখ রাখতে হবে শীর্ষ চারে থাকা দলগুলোর ম্যাচের ফলের উপরও। সে যাত্রা শুরু হয়ে গেছে এরই মধ্যে। বলতে গেলে একতরফা বিশ্বকাপে রোমাঞ্চের শুরু ট্রেন্ট ব্রিজ থেকেই। হেরে গেলেও সেদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াকু এক বাংলাদেশকেই দেখেছে বিশ্ব। নটিংহ্যাম থেকে শুরু হওয়া সেই স্বপ্নের রোলার কোস্টারের ফুয়েল দিয়েছে গতপরশু উড়তে থাকা ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার রোমাঞ্চকর জয়।

রিপোর্টটি যখন লিখছি ভঙ্গুর আফগানিস্তানের স্পিনে নাকাল ভারত নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে করতে পেরেছে মাত্র ২২৪ রান! এখান থেকেও বাংলাদেশের স্বপ্নে লাগলো জোর হাওয়া। মাশরাফিদের পরের প্রতিপক্ষ যে আরেক লড়াকু এই আফগানরাই। গতকাল রাতে দুইয়ে থাকা নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচ থেকেও সুসংবাদ নিতে পারে বাংলাদেশ, যদি ক্যারিবিয়ারদের কাছে হেরে যায় কিউইরা। বলতে গেলে ক্ষণে ক্ষণে রঙ বদলানো বিলেতের আকাশের সঙ্গে মিল রেখেই যেন বিশ্বকাপে বাংলাদেশের মেজাজ-মর্জির হচ্ছে উঠা-নামা। তবে এরই মাঝে এমন কিছু খবর, এমন কিছু গুঞ্জন বাতাসে ভাসছে যা বেশ অস্বস্তিরই কারণ।

বিশ্বকাপে ক্রমাগত হারতে থাকা আফগানিস্তানের বিপক্ষে আর কী এমন চ্যালেঞ্জ? ‘খেলতে নামব, খেলব এবং জিতব’, এমনটাই তো হওয়ার কথা। কিন্তু বাস্তব আসলে বলছে, পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ কেবলই আফগানিস্তান নয়। নটিংহ্যামে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ খারাপ খেলেনি। হারের পর সেমিফাইনালে ওঠা কঠিন হয়ে পড়ায় হতাশা জমেছে তীব্র। তবে খেলার ধরনে গোটা দুনিয়ারই বাহবা পেয়েছে বাংলাদেশ দল। গতপরশু নটিংহ্যাম থেকে দল পৌঁছেছে সাউদাম্পটনে। কিন্তু নটিংহ্যামে তৈরির হওয়া অস্বস্তিকে হুট-হাট পথে ফেলা আসা যায়নি।

প্রথম অস্বস্তির কারণ, সাইফউদ্দিন বিতর্ক। একটি জাতীয় দৈনিকের খবর ঘিরেই যত উত্তাপ। অস্ট্রেলিয়ার বিপক্ষে না-কী ‘চোটের ভান’ করে নামেননি মোহাম্মদ সাইফউদ্দিন। টুর্নামেন্টে এখন পর্যন্ত বাংলাদেশের সফলতম বোলার তিনি। ৪ ম্যাচে নিয়েছেন ৯ উইকেট। ডেথ ওভারে দারুণ বল করেন বলে রুবেল হোসেনকে বসিয়ে তাকে খেলিয়ে যাচ্ছিল দল। অস্ট্রেলিয়া ম্যাচের আগের দিন আচমকা জানা যায়, পিঠের চোটে পড়েছেন এই পেস অলরাউন্ডার।

টন্টনে ম্যাচ খেলে আসার পরও যে চোট কারও নজরে আসেনি, নটিংহ্যামে আসার পর তা কোথা থেকে এলো! তা নিয়েই সংশয়। কিন্তু একজন খেলোয়াড়ের যে কোনো সময় চোট অনুভব হতেই পারে। যার শরীর, কেবল মাত্র তিনিই বলতে পারবেন সেখানে ব্যথা কত। এই ধরনের পরিস্থিতিতে খেলোয়াড়দের উপরই ছাড়া হয় সিদ্ধান্তের ভার। তবে সাইফউদ্দিনের উপর সে সিদ্ধান্তের ভার দিয়েও টিম ম্যানেজমেন্ট যে সন্দেহমুক্ত নয়, একটি সূত্রে আগেই জানা গেছে তা। সাইফউদ্দিনের ঘটনা সত্য-মিথ্যা যাই হোক। বিশ্বকাপের এই পর্যায়ে তা বাংলাদেশ দলের জন্য কোনো ভাল খবর নয়। বিশ্বকাপে এখন সব ম্যাচই যে বাংলাদেশের বাঁচা-মরার।

ব্যাটিংয়ে দুর্দান্ত বাংলাদেশকে পেলেও বোলিংটা হচ্ছে না আপ-টু-দ্য মার্ক। সেই সঙ্গে ফিল্ডিং বাড়চ্ছে চিন্তার স্রোত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটসম্যানরা প্রাণপণ চেষ্টা চালিয়েছেন। অতো বিশাল লক্ষ্য হওয়ায় কেউ তাদের খামতি দেখছে না। বোলিংয়ের হতশ্রী দশা নিয়ে আগেই সমালোচনা হয়েছে। কিন্তু যেটা এড়িয়ে গেছে, সেটা হলো ফিল্ডিং। এখন পর্যন্ত বিশ্বকাপে সবচেয়ে বাজে ফিল্ডিং দল বাংলাদেশ কী-না, এই প্রশ্নেরই আসল জোগাড়।

একদম শুরুর ম্যাচ থেকে ফিল্ডিং ছিল না ধারাবাহিক। ক্যাচ পড়েছে হর-হামেশা। ফিল্ডিংয়ে ক্ষিপ্রতার অভাব দেখা গেছে ভীষণ। বল গড়িয়ে যাচ্ছে, আরেকটু বাড়তি তাগিদ নিয়ে ডাইভ দিচ্ছেন না কেউ। বল ধরে থ্রো করতে দেরি হচ্ছে, দুইয়ের জায়গায় হয়ে যাচ্ছে তিন রান। ঠিকঠাক জাজমেন্টেরও ঘাটতি চোখে লাগার মতো। সেদিন ডেভিড ওয়ার্নার যেমন দুবার পান জীবন। মাত্র ১০ রানে তার ক্যাচ ফেলেন সাব্বির রহমান। ফিফটি পেরুনোর পর সেই সাব্বিরই রান আউট করতে পারেননি তাকে। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সেদিন ম্যাচ শেষে স্বীকার করেছেন, দলের অনেকের ছোটখাটো চোট সমস্যা থাকাতে ফিল্ডিংয়েও তার প্রভাব পড়ছে। আফগানিস্তান ম্যাচে তাই বাংলাদেশের ফিল্ডিং আর শরীরী ভাষা থাকবে উদ্বেগের কারণ হয়ে।

সবশেষে মাথা ব্যাথার বড় কারণ প্রতিপক্ষের শক্তি আর রোজ বোলের মাঠ। বিশ্বকাপে আফগানিস্তানের যা পারফরম্যান্স। বিশেষ করে যে শক্তিতে তারা আলোচিত, সেই স্পিনারদের যা হাল, তাতে ভয় অতো পাওয়ার কথা না বাংলাদেশের। ইংল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচেই ৩৯৭ রান ছুটেছে তাদের হাত থেকে। তুরুপের তাস রশিদ খান ৯ ওভারেই ১১ ছক্কা খেয়ে দিয়েছেন ১১০ রান।

কিন্তু রশিদের বিপক্ষে বাংলাদেশের ব্যটসম্যানদের অমন দাপটের নজির নেই। রশিদ যে মানের লেগ স্পিনার, তাতে তার খারাপ দিন চলতেই থাকবে, এমনটা ভাবাও বাড়াবাড়ি। সাউদাম্পটনের রোজ বোলের মাঠের আকারও আসলে আফগান স্পিনারদের সুবিধা দেবে। ইংল্যান্ডের মাঠগুলোর মধ্যে বড়মাঠগুলোর একটি রোজ বোল। বড় মাঠে স্পিনাররা তুলনামূলক বেশি কার্যকর হন। তবে এখানে সুবিধা পেতে পারে বাংলাদেশও। সাকিব আল হাসান আর মেহেদী হাসান মিরাজ হতে পারেন দলের বোলিংয়ের মূল ভরসা।

প্রতিপক্ষের বাইরে এতগুলো প্রতিপক্ষ থাকার পরও আফগানদের বিপক্ষে আসলে অনেকখানি এগিয়ে বাংলাদেশ। সব বিভাগ মিলিয়ে শক্তিতে এগিয়ে, র‌্যাঙ্কিংয়ে এগিয়ে, সাম্প্রতিক পারফরম্যান্সে তো বটেই। ব্যাটিং নিয়ে এখন পর্যন্ত বিশ্বকাপ মাত করা বাংলাদেশের তুলনায় ব্যাটিং শক্তিতে বেশ পিছিয়ে আফগানরা।



 

Show all comments
  • Ireen Eva ২৩ জুন, ২০১৯, ১:৫৩ এএম says : 0
    বাংলাদেশ সব দেশের সাথে হারলে আপসোস নাই বাট ইন্ডিয়া র সাথে জিতুক।।
    Total Reply(0) Reply
  • Jannatul Ferdouse ২৩ জুন, ২০১৯, ১:৫৪ এএম says : 0
    অধিনায়ক একটা টুর্নামেন্টে পাঁচ ম্যাচে ১ উইকেট ইকুনোমি ৭ এর উপরে এবং ১০/১২ রান করে সেমিফাইনাল খেলতে চায়। আমি কিন্তু বীর মুক্তিযোদ্ধা ম্যাশ ভাইয়ের ভক্ত। কেউ অন্যভাবে নিবেন না। উনি আমাদের আট নাম্বার বীরশ্রেষ্ঠ।
    Total Reply(0) Reply
  • Asad Zaman ২৩ জুন, ২০১৯, ১:৫৫ এএম says : 0
    এত হিসাব নিকাশ বাদ দিয়ে আগে দলের দিকে নজর দিতে হবে !! বাংলাদেশ দলে এখন ব্যালেন্স নেই !! ব্যাটস ম্যানরা কম -বেশি ৩০০ রান করতে সক্ষম কিন্তু বোলার ঠিক নাই । ফলে বেশি রান দেওয়া হয়ে যাচ্ছে !! অন্য দল হারবে এটা ভাবার আগে আমাদের জেতার কৌশল ঠিক করতে হব !! এটা বিশ্বকাপ !! এখানে দলে আবেগ নয়, ফিটনেস ও ফর্ম বিবেচনা করতে হবে !!
    Total Reply(0) Reply
  • Rony Ahmed ২৩ জুন, ২০১৯, ১:৫৬ এএম says : 0
    বাংলাদেশের ছয় ম্যাচে পাঁচ পয়েন্ট সেইখানে কিভাবে স্বপ্ন দেখে সেমিফাইনালের। ইংল্যান্ড নয় পয়েন্ট, ইংল্যান্ড বাংলাদেশ ১১ - ১১ পয়েন্ট হলেও তো বাংলাদেশ সেমিতে যেতে পারবে না? উইকেট রানে এগিয়ে ইংল্যান্ড?
    Total Reply(0) Reply
  • S M Selim ২৩ জুন, ২০১৯, ১:৫৬ এএম says : 0
    ইনশাআল্লাহ ভারতকে হারিয়ে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ
    Total Reply(0) Reply
  • Dipak Kumar Das ২৩ জুন, ২০১৯, ১:৫৭ এএম says : 0
    ভারত আজ কম রান করতে অনেকে অনেক কিছু বলছে ভারত বরাবরই একেবারে ছোটো টিমের সঙ্গে একটা ম্যাচ খারাপ খেলে তারপর ঠিক হয়ে যায়, যেমন মনে আছে এশিয়া কাপে হংকং এর বিরুদ্ধে, তারপর ও চ্যাম্পিয়ান হয়েছিল।
    Total Reply(0) Reply
  • Mostofa R. Rahman ২৩ জুন, ২০১৯, ১:৫৭ এএম says : 0
    বাংলাদেশের যদি আর এক ম্যাচ না জিতে তাহলে যদি সেমিফাইনাল যেতে পারে তবেই বাংলাদেশের সেমি ফাইনাল খেলবে, তাছাড়া খেলতে পারবে না
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ