Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভয়ে প্রথমে পরিচালনা করতে চাননি অলিভিয়া ওয়াইল্ড

| প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৯, ১২:৩১ এএম

এমি (কেটলিন ডেভার) আর মলি (বিনি ফিল্ডস্টাইন) চরিত্র দুটি নিয়ে ‘বুকস্মার্ট’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অলিভিয়া ওয়াইল্ড। কেটলিন আর বিনি হাই স্কুল পাস দুই তরুণী যার হঠাৎ উপলব্ধি করে তাদের কাজ কম আর খেলাধুলা বেশি করা দরকার ছিল। তাই তারা চার বছরের আনন্দ এক রাতে করার মিশন শুরু করে। অলিভিয়া ওয়াইল্ড জানিয়েছেন তিনি কোনও ফিল্ম স্কুলে শিক্ষা নেননি বলে চলচ্চিত্র পরিচালনার সাহস পাননি, তবে এই বছর ‘বুকস্মার্ট’ পরিচালনার পর তার সেই ভীতি কেটে যায়। অভিনয় থেকে পরিচালনায় আগত অলিভিয়া ওয়াইল্ড (৩৫) ‘বুকস্মার্ট’ চলচ্চিত্রটির জন্য ব্যাপক প্রশংসা পেয়েছেন। “ভয়। আমি ফিল্ম স্কুলে যাইনি পরিচালনা করার ব্যাপারে নিরাপত্তাহীনতায় ভুগতাম,” পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করার বিষয়ে অলিভিয়া বলেন। তিনি আরও জানান তিনি অভিনয় চালিয়ে যাবেন কারণ এভাবেই তিনি পরিচালকদের কাছে পরিচালনা শিখতে পারবেন। “তারপরই বুঝতে পারলাম ক্যারিয়ারই আমার সেই ফিল্ম স্কুল, কারণ আমি প্রতিভাবান পরিচালকদের অনুকরণ করেছি, অসংখ্য প্রশ্ন করে তাদের কাছ থেকে ভিন্ন ভিন্ন কৌশল শিখেছি, আর আমি তা অব্যাহত রাখব। তাই আমি অভিনয় চালিয়ে যাব আর শিখতে থাকব,” তিনি বলেন। কামিং-অফ-এইজ কমেডি ‘বুকস্মার্ট’ গত মাসে মুক্তি পেয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ