Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোলিং স্টোন্সের জন্য পাগল অলিভিয়া ওয়াইল্ড

প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

অভিনেত্রী অলিভিয়া ওয়াইল্ড রোলিং স্টোন্স ব্যান্ডের মিক জ্যাগারের সঙ্গে মার্কিন পিরিয়ড ড্রামা টিভি সিরিজ ‘ভিনাইল’এ কাজ করছেন। তিনি জানিয়েছেন কৈশোর থেকই তিনি ব্যান্ডটির দারুণ ভক্ত।
মার্টিন স্করসেসি, মিক জ্যাগার এবং চিত্রনাট্যকার টেরেন্স উইন্টারের সংশ্লিষ্টতায় ‘ভিনাইল’ নির্মিত হচ্ছে।
“তিনি (জ্যাগার) আশপাশে থাকলে আমি শ্রদ্ধায় আচ্ছন্ন হয়ে থাকি। আমার অবস্থা হয় এমন যে যেন ফিরে যাই এবং যেন নিশ্চুপ থাকি।  তার সৃষ্টির আমার কাছে অনেক মূল্য,” ওয়াইল্ড বলেন, “আমার বয়স যখন ১২ আমি রোলিং স্টোন্সে পুরো আচ্ছন্ন এবং ব্লুজ সম্পর্কে জেনেছিলাম রোলিং স্টোন্স দিয়েই।”
অভিনেত্রীটি আরও জানিয়েছেন এই অনুষ্ঠানটির মাধ্যমে দর্শকরা অনেক তথ্য জানতে পারবে।
“আমি সবাইকে এই কথাই বলি। অনুষ্ঠানটি শুধু জাঁকালো বলেই আমি দেখি না, এটি সুলিখিত, উত্তেজনাপূর্ণ, তবে আপনি এটি থেকে যা জানবেন তা বিস্ময়কর,” তিনি আরও বলেন।
‘ভিনাইল’ ১৯৭০এর দশকে নিউইয়র্কের পটভূমিতে নির্মিত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোলিং স্টোন্সের জন্য পাগল অলিভিয়া ওয়াইল্ড
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ