Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বোয়ালমারীতে অবৈধভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ কর্তন

প্রধান শিক্ষকের নামে মামলা

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জুন, ২০১৯, ৪:৩২ পিএম | আপডেট : ৪:৩৫ পিএম, ২২ জুন, ২০১৯

ফরিদপুরের বোয়ারমারী উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের ৪০টি মূল্যবান মেহগনি গাছ কর্তনের অভিযোগে ফরিদপুর সিনিয়র স্পেশাল জজ আদালতে গত ১৬ জুন ২০১৯ খ্রি. তারিখে মামলা করেছেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য মো. কালাম মোল্যা। আদালতে দায়েরকৃত মামলায় আসামি করা হয়েছে স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি একেএম আব্দুস ছাত্তার মোল্যা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আইয়ুবুর রহমান, শিক্ষক হায়াতুল ইসলাম আনোয়ার, অফিস সহকারি নারায়ণ চন্দ্র সাহাকে।

পেনাল কোডের ৪০৯ ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উপপরিচালক, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরকে নির্দেশ প্রদান করেন।
মামলার ব্যাপারে হাসামদিয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো. আইয়ুবুর রহমান বলেন, মো. কালাম মোল্যা স্কুল পরিচালনা পর্ষদের কোন সদস্য না। কোথাও কোন মামলা হয়েছে কি না তা আমার জানা নেই।
গাছ কাটার বিষয়ে মামলার ঘটনায় স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি একেএম আব্দুস ছাত্তার মোল্যার মোবাইল ফোনে (০১৬৪৭-৮০০৮৯৯) একাধিকবার কল দিলে রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

উল্লেখ্য, গত ১৩ মে হাসামদিয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের দুই লক্ষাধিক টাকার ৪০ টি মেহগুনি গাছ অবৈধভাবে কর্তন করায় ১৪ মে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ