রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফরিদপুর জেলা সংবাদদাতা
ফরিদপুরের সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের বর্গাচাষি কুদ্দুস প্রামানিকের লাগানো ১২শ’ ধরন্ত কলাগাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। কুদ্দুস প্রামানিকের স্ত্রী জাহানারা বেগম জানান, তার স্বামী কুদ্দুস প্রামানিক একই গ্রামের রুহুল আমিনের নিকট থেকে ১৪০ শতাংশ জমি বার্ষিক চুক্তিতে লিজ নিয়ে ফসল উৎপাদন করে আসছিলেন। অন্যান্য ফসল ভালো না হওয়ায় তিনি ওই জমিতে গত বছর থেকে কলার বাগান তৈরি করেন। তিনি জানান, স্থানীয় প্রভাবশালী প্রয়াত উপজেলা চেয়ারম্যান ইমরান হোসেন চৌধুরীর স্ত্রী হাসিনা ইমরান সম্প্রতি ওই জমির মালিকানা দাবি করেন এবং গত শুক্রবার সোহেল বিশ্বাস ও মিন্টু বিশ্বাসের নেতৃত্বে লেবার লাগিয়ে ১২শ’ ধরন্ত কলাগাছ কেটে ফেলেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় অভিযোগ করেছেন বলেও জানান তিনি। এ প্রসঙ্গে হাসিনা ইমরান বলেন, আমার জমি থেকে আমি কলাগাছ কেটে ফেলেছি ধান রোপণ করার জন্য। জমিটির লিজ প্রদানকারী রুহুল আমীন বলেন, আমি জমিটি প্রয়াত ইমরান হোসেন চৌধুরীর পরিবারের সদস্যের নিকট থেকে ক্রয় করে ভোগদখল ও কয়েকবছর ধরে বর্গাচাষি রুহুল আমীনের নিকট লিজ দিয়েছিলাম। কিছুদিন ধরে হাসিনা ইমরান জমিটি তার বলে দাবি করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।