Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ডকে হারাল শ্রীলঙ্কা

আইসিসি বিশ্বকাপ ২০১৯

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২১ জুন, ২০১৯, ১১:১৫ পিএম

জোফরা আর্চার আর মার্ক উডের আগুনো বোলিংয়ে ধুঁকলেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। স্রোতের বীপরিতে লড়াই চালিয়ে গেছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ, অভিস্কা ফার্নান্ডেজ ও কুশল মেন্ডিজ। শুরু থেকেই ‘রানবন্যার’ ট্যাগ নিয়ে শুরু হওয়া বিশ্বকাপের সঙ্গে একেবারে বেমানান স্কোর গড়ল শ্রীলঙ্কা। ৫০ ওভারে ছিয়ানব্বই বিশ্বচ্যাম্পিয়নরা তুললেন মাত্র ২৩২।

ছোট্ট লক্ষ্য নিয়েও লড়াইটা চালিয়ে গেলেন লঙ্কান বোলাররা। ইংলিশ টপ অর্ডার ধ্বসিয়ে দিয়ে যার নেতৃত্ব দিলেন অভিজ্ঞ লাসিথ মালিঙ্গা। এক ঝটকায় স্বাগতিকদের লেজ ছেঁটে দিয়ে লো স্কেরিং ম্যাচেও রোমাঞ্চ ছড়ালেন ধনঞ্জয়া ডি সিলভা। মাঝে লড়াই চালিয়ে গেছেন বেন স্টোকস। তবে সঙ্গীর ওভাবে হালে পানি পায়নি সেই লড়াই। অলআউট হয়ে যায় ২১২ রানেই।

উড়তে থাকা ইংল্যান্ডকে ২০ রানে হারিয়ে বিশ্বকাপে টিকে থাকলো শ্রীলঙ্কা।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৩২/৯ (করুনারত্নে ১, কুসল পেরেরা ২, ফার্নান্দো ৪৯, কুসল মেন্ডিস ৪৬, ম্যাথিউস ৮৫*, জিবন মেন্ডিস ০, ডি সিলভা ২৯, থিসারা ২, উদানা ৬, মালিঙ্গা ১, প্রদিপ ১*; ওকস ৫-০-২২-১, আর্চার ১০-২-৫২-৩, উড ৮-০-৪০-৩, স্টোকস ৫-০-১৬-০, মইন ১০-০-৪০-০, রশিদ ১০-০-৪৫-২, রুট ২-০-১৩-০)।

ইংল্যান্ড: ৪৭ ওভারে ২১২ (ভিন্স ১৪, বেয়ারস্টো ০, রুট ৫৭, মর্গ্যান ২১, স্টোকস ৮২*, বাটলার ১০, মইন ১৬, ওকস ২, রশিদ ১, আর্চার ৩, উড ০; মালিঙ্গা ১০-১-৪৩-৪, প্রদিপ ১০-১-৩৮-১, ডি সিলভা ৮-০-৩২-৩, থিসারা ৮-০-৩৪-০, উদানা ৮-০-৪১-২, জিবন মেন্ডিস ৩-০-২৩-০)।

ফল: ইংল্যান্ড ২০ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: লাসিথ মালিঙ্গা।

----------------------------------

ধনঞ্জয়া দ্যুতিতে ইংল্যান্ড শিবিরে হঠাৎ ধ্বস

অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে আগের ওভারেই ধনঞ্জয়ার শিকার হলেন মঈন আলী। এক ওভার ঘুরেই এই অফ স্পিনার এবার তুলে নিলেন জোড়া উইকেট! এবার শিকার ক্রিস ওকস ও আদিল রশিদ। ১৪৪/৫ থেকে ইংল্যান্ড এক লহমায় ১৭৮/৮!

৪২ ওভার শেষে ৮ উইকেটে হারানো শ্রীলঙ্কার সংগ্রহ ১৮১। ফিফটি তুলে লড়াই চালিয়ে যাচ্ছেন বেন স্টোকস (৫৫), তাকে সঙ্গ দিতে ক্রিজে এসেছেন জোফরা আর্চার (২)। জয়ের জন্য স্বাগতিকদের এখনও প্রয়োজন ৪৮ বলে ৫০।

ফের মালিঙ্গার আঘাতে উত্তেজনার আভাস

ছোট রানের লক্ষ্য ছুড়ে দিয়ে বোলিংয়ে ইংল্যান্ডকে চ্যালেঞ্জ জানাচ্ছে শ্রীলঙ্কা। ফের মালিঙ্গা ফিরিয়ে দিরেন বাটলারকে। ম্যাচে এটি তার চতুর্থ উইকেট। বাটলারের বিদায়ে ম্যাচে উত্তেজনা দেখা যাচ্ছে। স্টোকস ৩৮ রানে ও মঈন ০ রানে অপরাজিত আছেন।

দলীয় সংগ্রহ ৩৩ ওভারে ৫ উইকেটে ১৪৪ রান।

রিভিউ নিয়ে রুটকে ফেরালেন মালিঙ্গা

দলের প্রয়োজনে আবারও ব্রেকথ্রু এনে দিলেন মালিঙ্গা। মালিঙ্গার করা লেগ স্ট্যাম্পোর বাইরের বলে ব্যাট ছুঁয়ে দিয়ে রান নেয়ার চেষ্টা করেছিলেন রুট। লঙ্কানদের আবেদনে আম্পায়ার সাড়া না দেয়ায় রিভিউ নেন করুনারত্নে। তাতে দেখা যায়, বলটি ব্যাটে আলতো স্পর্শ করেছে। রুট ৫৭ রান করে ফেরেন। স্টোকস ৩২ রানে ও বাটলার ৩ রানে অপরাজিত আছেন।

উল্লেখ্য, বিশ্বকাপ ক্যারিয়ারে এটি মালিঙ্গার ৫০তম উইকেট। তার উপরে আছেন আরও তিনজন। গ্লেন ম্যাকগ্রা ৭১টি, মুত্তিয়া মুরালিধরন ৬৮টি ও ওয়াসিম আকরাম ৫৫টি উইকেট শিকার করেছেন।

৩১ ওভারে সংগ্রহ ৪ উইকেটে ১৩১ রান।

রুটের ব্যাটে একশ পেরুল ইংল্যান্ড

ফর্মে থাকা ইংলিশ টপ অর্ডার ব্যাটসম্যান রুটের অর্ধশত রানে ভর করে দলীয় একশ পেরিয়েছে স্বাগতিকরা। রুট ৫১ রানে ও স্টোকস ১৪ রানে অপরাজিত আছেন। ইনিংসের ২৭তম ওভারে দলীয় একশ পেরিয়েছে ইংল্যান্ড।

দলীয় সংগ্রহ ২৭ ওভারে ৩ উইকেটে ১০৩ রান।

মরগানকে ফেরালেন উদানা

গত ম্যাচের ১৭ ছক্কা হাঁকানো বিধ্বংসী মরগানকে নিজের বলে নিজেই ক্যাচ ধরে বিদায় করলেন উদানা। ফেরার আগে তিনি ২১ রান করেন। রুট ৪৩ রানে ও স্টোকস ৬ রানে অপরাজিত আছেন।

দলীয় সংগ্রহ ২৩ ওভারে ৩ উইকেটে ৮৫ রান।

মালিঙ্গার দ্বিতীয় শিকার ভিন্স

বেয়ারেস্টোর পর আরেক ওপেনার ভিন্সকেও ফিরিয়ে দিলেন অভিজ্ঞ বোলার মালিঙ্গা। ১৮ বলে ১৪ রান করে স্লিপে মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। রুট ১৭ রানে ও মরগান ৬ রানে অপরাজিত আছেন।

দলীয় সংগ্রহ ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৮ রান।

প্রথমেই বেয়ারেস্টোকে ফেরালেন মালিঙ্গা

ছোট রানের লক্ষ্য দিয়ে প্রথম ওভারেই ইংল্যান্ডকে চেপে ধরেছেন মালিঙ্গা। ইনিংসের দ্বিতীয় বলে বেয়ারেস্টোকে (০) লেগবিফোরের ফাঁদে ফেলেন মালিঙ্গা। ভিন্স ও রুট দুজনেই ২ রানে ব্যাট করছেন।

দলীয় সংগ্রহ ৩ ওভারে ১ উইকেটে ৪ রান।

শ্রীলঙ্কাকে ২৩২ রানে বেঁধে দিল ইংল্যান্ড

ম্যাথুসের অপরাজিত ৮৫ রানে ২৩২ রান তুলেছে শ্রীলঙ্কা। অন্যকোন ব্যাটসম্যান তার সঙ্গ দিতে না পারায় ছোট সংগ্রহে আটকে যায় তাদের ইনিংস। ইংল্যান্ডের আর্চার এ ম্যাচে তিন উইকেট তুলে নিযে এবারের আসরের শীর্ষ উইকেটশিকারি হয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ২৩২/৯ (৫০ ওভার) (করুনারত্নে ১, কুশল ২, ফার্নান্দো ৪৯, মেন্ডিস ৪৬, ম্যাথুস ৮৫*, জীবন ০, ধনাঞ্জয়া ২৯, পেরেরা ২, উদানা ৬, মালিঙ্গা ১, প্রদীপ ১*; ওকস ২২/১, আর্চার ৫২/৩, উড ৪০/৩, স্টোকস ১৬/০, মঈন ৪০, রশিদ ৪৫/২, রুট ১৩/০)

একাই লড়াই করছেন ম্যাথুস

আর্চারের তৃতীয় শিকারে পরিনত হয়ে ফিরে যান থিসারা (২)। পরের ওভারে উডের বলে ফিরে যান উদানা (৬)। ম্যাথুস ৭৪ রানে অপরাজিত আছেন্ মালিঙ্গা খেলছেন ১ রানে।

দলীয় সংগ্রহ ৪৮ ওভারে ৮ উইকেটে ২২০ রান।

আর্চারের দ্বিতীয় শিকার ধনাঞ্জয়া

আর্চারের দ্বিতীয় শিকারে পরিনত হলেন ধনাঞ্জয়া। রুটের হাতে ক্যাচ তুলে দেয়ার আগে ২৯ রান করেন তিনি। ম্যাথুস ৫৭ রানে ও পেরেরা ১ রানে অপরাজিত আছেন।

৪৪ ওভারে দলীয় সংগ্রহ ৬ উইকেটে ১৯২ রান।

রশিদে নড়বড়ে শ্রীলঙ্কা

লেগস্পিনার রশিদের পরপর দুই বলে ফিরে গেছেন দুই মেন্ডিস। ৩০তম ওভারের চতুর্থ বলে কুশল মেন্ডিসকে মরগানের ক্যাচে পরিনত করেন রশিদ। পরের বলে জীবন মেন্ডিসকে বল করে নিজেই ক্যাচ ধরে বিদায় করেন এই লেগি। হ্যাটট্রিকের সুযোহ তৈরি হলেও তা কাজে লাগাতে পারেননি তিনি। ম্যাথুস ৩৫ রানে ও ধনাঞ্জয়া ১৫ রানে অপরাজিত আছেন।

দলীয় সংগ্রহ ৩৫ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান।

ম্যাথুস-মেন্ডিসে শতরানে শ্রীলঙ্কা

ম্যাথুস-মেন্ডিসে ২৪ ওভারেই দলীয় শতরান পূর্ণ করেছে শ্রীলঙ্কা। মেন্ডিস ৪০ রানে ও ম্যাথুস ২১ রানে অপরাজিত আছেন। এই জুটিতে ইতিমধ্যেই ৫০ রান পেরিয়েছে।

দরীয় সংগ্রহ ২৫ ওভারে ৩ উইকেটে ১১৪ রান।

ফার্নান্দোকে ফিরিয়ে দিলেন উড

দুর্দান্ত খেলে ৩৯ বলে ৪৯ রান করে ফিরলেন ফার্নান্দো। উডের বলে আপারকাট করতে গিয়ে থার্ডম্যানে রশিদের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ফার্নান্দো। মেন্ডিস ৯ রানে ও ম্যাথুস ০ রানে অপরাজিত আছেন।

১৩ ওভারে সংগ্রহ ৩ উইকেটে ৬২ রান।

ধাক্কা কাটাচ্ছেন ফার্নান্দো-মেন্ডিস

মাত্র ৩ রানে দুই উইকেট পতণের পর সেই প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠছেন ফার্নান্দো-মেন্ডিস জুটি। এই দুই ব্যাটসম্যানে ৫৬ রান যোগ হয়েছে। ফার্নান্দো ৪৭ রানে ও মেন্ডিস ৮ রানে অপরাজিত আছেন।

দলীয় সংগ্রহ ১২ ওভারে ২ উইকেটে ৫৯ রান।

শুরুতেই দুই ওপেনারের বিদায়

টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা ইনিংসের দ্বিতীয় ওভারেই অধিনায়ক করুনারত্নেকে (১) হারিয়েছে। আর্চোরের লেন্থ বল মোকাবেলা করতে না পেরে উইকেটরক্ষকের তালবন্দী হন এই ওপেনার। পরের ওভারে লঙ্কান শিবিরে আবারও আঘাত হানেন ক্রিস ওকস। ফর্মে থাকা কুশলকে বল করেন অফ স্ট্যাম্পের বাইরে। বলটি সীমানার দড়ি পার করতে গিয়ে মঈনের হাতে দিয়ে ফেরেন তিনি। ফার্নান্দো ০ রানে ও মেন্ডিস ১ রানে অপরাজিত আছেন।

৩ ওভারে সংগ্রহ ২ উইকেটে ৪ রান।

টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগানও টস জিতলে ব্যাটিং নিতেন বলে জানিয়েছেন।

কোন পরিবর্তন ছাড়া খেলছে ইংল্যান্ড দল। অন্যদিকে লঙ্কান দলে আছেন দুটি পরিবর্তন। লাহিরু এবং মিলান্ডা আজ একাদশে নেই।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা (উইকেটরক্ষক), আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, জীবন মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, ইসুরু উ্দানা, লাসিথ মালিঙ্গা।

ইংল্যান্ড একাদশ: জসি বেয়রেস্টো, জেমস ভিন্স, জো রুট, এউইন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটেরক্ষক), মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উড।

শীর্ষে যাওয়ার মিশনে ইংল্যান্ডের সামনে শ্রীলঙ্কা

বিশ্বকাপের ২৭তম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি শ্রীলঙ্কা। লিডসে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের অবস্থান তিন। আজকের ম্যাচে জয় পেলে পয়েন্ট টেবিলের শীর্ষে যাবে দলটি। অন্যদিকে ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কার অবস্থান ছয়। আজেকের ম্যাচে জয় পেলে শেষ চারের লড়াইয়ে টিকে থাকবে দলটি।

পরিসংখ্যান:

ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মুখোমুখি লড়াইয়ে দুই দলের অবস্থান প্রায় সমান। বিশ্বকাপে এগিয়ে ইংল্যান্ড দল।

ওয়ানডেতে:

ম্যাচ: ৭৪

ইংল্যান্ড জয়ী: ৩৬

শ্রীলঙ্কা জয়ী: ৩৫

পরিত্যক্ত: ২

টাই: ১

বিশ্বকাপে:

ম্যাচ: ১০

ইংল্যান্ড জয়ী: ৬

শ্রীলঙ্কা জয়ী: ৪



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ ক্রিকেট ২০১৯

১৫ জুলাই, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ