নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
গাজী গ্রুপ : ২১৩/৮ (৫০.০ ওভারে), এনামুল বিজয় ১৮, সামছুর শুভ ৭, মেহেদী ২৪, গুরকিত ২১, ইলিয়াস সানি ৪৬, কাপালী ৯, ফারুক ১৭, ফরহাদ হোসেন ২৩, শরীফ ৩৯*, মেনারিয়া ৩/২৯, ফরহাদ রেজা ২/৫৩, রাহুতল ফেরদৌস ১/১৬।
প্রাইম দোলেশ্বর : ২১৭/৫ (৪৯.০ ওভারে), তান্না ৪, রবি ৩২, রকিবুল ২১, নাসির ৪০, মানেরিয়া ৫৯*, রনি তালুকদার ৪৩, ফরহাদ রেজা ১১*, সাজেদুল ১/৪৩, শরীফ ১/৩২, অলক কাপালী ১/৩৪, মেহেদী ১/৩৬।
ফল : প্রাইম দোলেশ্বর ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : মেনারিয়া (প্রাইম দোলেশ্বর)।
কলাবাগান একাডেমী-সিসিএস
সিসিএস : ১৮৫/৯ (৫০.০ ওভারে), পিনাক ১৫, সালমান ২৪, আশরাফুন নবী ২৭, অমিত মজুমদার ৩৮, সাইফউদ্দিন ২৮, নাসুম ২২, মাহামুদুল হাসান ৩/৩৭, জতিন সাক্সেনা ২/২৬।
কলাবাগান একাডেমী : ১৮৬/৫ (৪০.১ ওভারে), ইরফান সুকুর ১৯, জতিন সাক্সেনা ৮৭, মাহামুদুল হাসান ৪৬, নুরুজ্জামান ১৬*, নাসুম ২/৩১, শাওন ২/৫৪।
ফল : কলাবাগান একাডেমী ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : জতিন সাক্সেনা
(কলাবাগান একাডেমী)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।