বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার সাভারে ১০ বছরের এক শিশু স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাদ্দাম হোসেন (২৬) নামের এক বখাটে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সকালে তাকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সে শ্যামপুর এলাকার কুতুব উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে শ্যামপুর এলাকায় স্থানীয় একটি স্কুলের ছাত্রীকে কৌশলে এক পরিত্যক্ত ঘরে নিয়ে জোর পূর্বক ধর্ষণকরে বখাটে যুবক সাদ্দাম হোসেন।
পরে সকালে ওই স্কুল ছাত্রীর বাবা সাভার মডেল থানায় ধর্ষণকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে পুলিশ শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে বখাটে সাদ্দামকে গ্রেপ্তার করে।
সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ি ইনচার্য গোলাম নবী জানান, ধর্ষণকারীকে আদালতে প্রেরণ করা হয়েছে। ধর্ষণের শিকার স্কুল ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান ষ্টফ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।