নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্কোর কার্ড
ক্রিকেট বিশ্বকাপ ২০১৯, ম্যাচ ২৬
বাংলাদেশ-অস্ট্রেলিয়া, ট্রেন্ট ব্রিজ
টস : অস্ট্রেলিয়া (ব্যাটিং)
অস্ট্রেলিয়া ইনিংস রান বল ৪ ৬
ওয়ার্নার ক রুবেল ব সৌম্য ১৬৬ ১৪৭ ১৪ ৫
ফিঞ্চ ক রুবেল ব সৌম্য ৫৩ ৫১ ৫ ২
খাজা ক মুশফিক ব সৌম্য ৮৯ ৭২ ১০ ০
ম্যাক্সওয়েল রানআউট ৩২ ১০ ২ ৩
স্টয়নিস অপরাজিত ১৭ ১১ ২ ০
স্মিথ এলবি ব মুস্তাফিজ ১ ২ ০ ০
ক্যারি অপরাজিত ১১ ৮ ১ ০
অতিরিক্ত (বা ১, লেবা ৫, নো ১, ও ৫) ১২
মোট (৫ উইকেট, ৫০ ওভার) ৩৮১
উইকেট পতন : ১-১২১ (ফিঞ্চ), ২-৩১৩ (ওয়ার্নার), ৩-৩৫২ (ম্যাক্সওয়েল), ৪-৩৫৩ (খাজা), ৫-৩৫৪ (স্মিথ)।
বোলিং : মাশরাফি ৮-০-৫৬-০, মুস্তাফিজ ৯-০-৬৯-১, সাকিব ৬-০-৫০-০, রুবেল ৯-০-৮৩-০, মিরাজ ১০-০-৫৯-০, সৌম্য ৮-০-৫৮-৩।
বাংলাদেশ ইনিংস রান বল ৪ ৬
তামিম বোল্ড স্টার্ক ৬২ ৭৪ ৬ ০
সৌম্য রানআউট ১০ ৮ ২ ০
সাকিব ক ওয়ার্নার ব স্টয়নিস ৪১ ৪১ ৪ ০
মুশফিক অপরাজিত ১০২ ৯৭ ৯ ১
লিটন এলবি ব জাম্পা ২০ ১৭ ৩ ০
মাহমুদউল্লাহ ক কামিন্স ব নাইল ৬৯ ৫০ ৫ ৩
সাব্বির বোল্ড কোল্টার-নাইল ০ ১ ০ ০
মিরাজ ক ওয়ার্নার ব স্টার্ক ৬ ৭ ০ ০
মাশরাফি ক ম্যাক্সওয়েল ব স্টয়নিস ৬ ৫ ১ ০
অতিরিক্ত (বা ৪, লেবা ৪, ও ৯) ১৭
মোট (৮ উইকেট, ৫০ ওভার) ৩৩৩
উইকেট পতন : ১-২৩ (সৌম্য), ২-১০২ (সাকিব), ৩-১৪৪ (তামিম), ৪-১৭৫ (লিটন), ৫-৩০২ (মাহমুদউল্লাহ), ৬-৩০২ (সাব্বির), ৭-৩২৩ (মিরাজ), ৮-৩৩৩ (মাশরাফি)।
বোলিং : স্টার্ক ১০-০-৫৫-২, কামিন্স ১০-১-৬৫-০, ম্যাক্সওয়েল ৩-০-২৫-০, কোল্টার-নাইল ১০-০-৫৮-২, স্টয়নিস ৮-০-৫৪-২, জাম্পা ৯-০-৬৮-১।
ফল : বাংলাদেশ ৪৮ রানে পরাজিত।
ম্যান অব দ্য ম্যাচ : ডেভিড ওয়ার্নার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।