Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়ার্নারের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে অস্ট্রেলিয়া

বিশ্বকাপ ক্রিকেট ২০১৯

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২০ জুন, ২০১৯, ৫:৫৩ পিএম

মাত্র ১০ রানেই ফেরানোর সুযোহ হাতছাড়া হওয়া পর সেঞ্চুরি তুলে নিয়েছেন ওয়ার্নার। এই ওপেনারের শতকে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। খাজাকে নিয়ে ম্যাচের ৩৫তম ওভারেই দলীয় দুইশ পেরিয়েছে ফিঞ্চের দল। ওয়ার্নার ১০৮ রানে ও খাজা ৪০ রানে অপরাজিত আছেন।

৩৫ ওভারে সংগ্রহ ১ উইকেটে ২০৮ রান।

বিধ্বংসী ফিঞ্চকে ফেরালেন সৌম্য

আক্রমনাত্বক ব্যাটিং করে যাওয়া ফিঞ্চকে ফেরালেন সৌম্য সরকার। ব্যক্তিগত প্রথম ওভারেই শর্ট থার্ড ম্যান এরিয়াতে ক্যাচ আউট করেন অজি দলপতিকে। ফিঞ্চ ৫৩ রানে আউট হন। ওয়ার্নার ৬২ রানে ও খাজা ০ রানে অপরাজিত আছেন।

দলীয় সংগ্রহ ২১ ওভারে ১ উইকেটে ১২১ রান।

ফিঞ্চ-ওয়ার্নারের জোড়া হাফ-সেঞ্চুরিতে চাপে বাংলাদেশ

দুর্দান্ত ব্যাট করছে অস্ট্রেলিয়া। দুই ওপেনার ব্যাটসম্যনই ক্রিজে থিতু হয়ে গেছেন। হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন দুজনই। ওয়ার্নার ৫৯ রানে ও ফিঞ্চ ৫২ রানে অপরাজিত আছেন। ইনিংসের ১৭ ওভারেই দলীয় শতরান পেরিয়েছে অজিরা। এই দুই ব্যাটসম্যানের ক্রিজে টিকে থাকায় চাপ বাড়ছে বাংলাদেশের।

দলীয় সংগ্রহ ২০ ওভারে বিনা উইকেটে ১১৭ রান।

বাজে ফিল্ডিংয়ের খেসারত দিচ্ছে বাংলাদেশ

শুরুতেই ব্যাটে-বলে হচ্ছিলো না ওয়ার্নারের। তাকে জীবন দেয়ার পর দুর্দান্ত খেলছেন তিনি। এছাড়া ফিল্ডিংয়ে বেশকিছু মিস ভোগাচ্ছে বাংলাদেশকে। তাই ম্যাচের শুরুতেই এগিয়ে গেল অস্ট্রেলিয়া। ওয়ার্নার ৩৩ রানে ও ফিঞ্চ ৩১ রানে অপরাজিত আছেন। বাজে ফিল্ডিয়ের খেসারত হিসেবে ওয়ার্নার-ফিঞ্চকে একটি রেকর্ড তুলে দিয়েছে বাংলাদেশ। এবারের বিশ্বকাপে এই জুটিতে পাঁচটি অর্ধশত রানের ইনিংস খেলেছে। যা এবারের আসরের অন্যকোন দলের ওপেনার জুটির নেই। 

 ১২ ওভার শেষে দলীয় সংগ্রহ বিনা উইকেটে ৬৭ রান।

জীবন পেলেন ওয়ার্নার

মাশরাফির বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে খেলতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছিলেন ওয়ার্নার। কিন্তু এই বিধ্বংসী ওপেনারকে শুরুতেই ক্যাচ মিস করে জীবন দেন সাব্বির রহমান। ফিরিয়ে দেয়া যেত ১০ রানে কিন্তু জীবন পাওয়া ওয়ার্নার এখন ব্যাট করছেন ১২ রানে। ফিঞ্চ অপরাজিত আছেন ১৩ রানে।

৫ ওভারে দলীয় সংগ্রহ কোন উইকেট না হারিয়ে ২৭ রান।

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

টস জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি জানিয়েছেন টসে জিতলে তিনি প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতেন।

বাংলাদেশ দল দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামবে। বিশ্বকাপে প্রথমবারের মতো খেলছেন রুবেল হোসেন ও সাব্বির রহমান। মোসাদ্দেক ও সাইফউদ্দিন আজ মূল একাদশে নেই। অস্ট্রেলিয়া দলেও আছে তিনটি পরিবর্তন। মার্কাস স্টোইনিস ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন। নাথান কোল্টার নাইল, অ্যাডাম জাম্পাও ফিরেছেন দলে। শন মার্শ, বেহানড্রফ ও রিচার্ডসন আজ একাদশের বাইরে আছেন। 

অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), নাথান কোল্টার নাইল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

আত্মবিশ্বাসী বাংলাদেশের সামনে শক্তিশালী অস্ট্রেলিয়া

বিশ্বকাপের ২৬তম ম্যাচে আত্মবিশ্বাসী বাংলাদেশের মুখোমুখি শক্তিশালী অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় আজ দুপুর সাড়ে তিনটায় ট্রেন্ট ব্রিজে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ড রান তাড়া করে আত্মবিশ্বাসে ভরপুর টাইগাররা। অন্যদিকে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে শক্তিশালী অস্ট্রেলিয়া। তাই আজকের ম্যাচটি অন্যরকম রোমাঞ্চ ছড়াবে, এই আশা করাই যায়।

পরিসংখ্যান:

২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেরিয়ার বিপক্ষে একমাত্র জয়ই বাংলাদেশের সম্বল। কিন্তু টাইগাররা ক্রিকেটে বদলে গেছে অন্যরকমভাবে। তাই আজ ভিন্ন ফল আশা করছেন বাংলাদেশী ক্রিকেট সমর্থকরা।

ওয়ানডেতে:

ম্যাচ: ২০

অস্ট্রেলিয়া জয়ী: ১৮

বাংলাদেশ জয়ী: ১

পরিত্যক্ত: ১

বিশ্বকাপে:

ম্যাচ: ৩

অস্ট্রেলিয়া জয়ী: ২

বাংলাদেশ জয়ী: ০

পরিত্যক্ত: ১



 

Show all comments
  • Md.Golam Mostofa ২০ জুন, ২০১৯, ৬:০৪ পিএম says : 0
    very fine
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ ক্রিকেট ২০১৯

১৫ জুলাই, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ