Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিমসটেক অঞ্চলের ব্যবসা শিক্ষার অবস্থান ও দক্ষতার মাপকাঠি নির্ণয় শীর্ষক কর্মশালা কাল থেকে

প্রকাশের সময় : ২ জুন, ২০১৬, ১২:০০ এএম

দেশের গুণগত শিক্ষার মান আরো উন্নত করার এবং শিক্ষার আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ ও ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের যৌথ উদ্যোগে ঢাকায় আগামী জুন ৩-৪ ‘‘বিজনেস স্কুল কোর্স কারিকুলাম পরিবর্তনের প্রয়োজনীয়তা : বিমসটেক অঞ্চলের ব্যবসা শিক্ষার অবস্থান ও দক্ষতার মাপকাঠি নির্ণয়” শীর্ষক আন্তজার্তিক কর্মশালা অনুষ্ঠিত হবে। সম্প্রতি বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। মাসুম ইকবালের সভাপতিত্বে কর্মশালার বিস্তারিত তুলে ধরেন বিশ^বিদ্যালয়ের ইন্সিটিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের পরিচালক এবং কর্মশালার নির্বাহী সভাপতি প্রফেসর ড. মুহম্মদ মাহাবুব আলী। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন ভারতের এমটিসি গেøাবালের সভাপতি ও আহŸায়ক প্রফেসর ভোলানাথ দত্ত, ফিলিপাইনের ইউনিভার্সেল কলেজ অব প্যারানাক এর প্রফেসর ও আইটি পরামর্শক ড. নেইল বালবা, ফিলিপাইন ইন্সটিটিউট অব সার্টিফায়েড পাবলিক একাউন্টস্ এর সদস্য ড. ক্যান্ডিডো পেরেজ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম, ট্রেজারার হামিদুল হক খান মুরাদ, ড. পার্থসারথী গাঙ্গুলী, সভাপতি, বোর্ড অব গভর্নেন্স, জ্যোতির্ময় স্কুল অব এডুকেশন, ভারত এবং বাণিজ্য ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক রফিকুল ইসলাম। স বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিমসটেক অঞ্চলের ব্যবসা শিক্ষার অবস্থান ও দক্ষতার মাপকাঠি নির্ণয় শীর্ষক কর্মশালা কাল থেকে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ