Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছেলের হাতে বাবা খুন

স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে : | প্রকাশের সময় : ২০ জুন, ২০১৯, ১২:০৪ এএম

চাঁদপুরের মতলব দক্ষিণে ছেলের হাতে বাবা খুন হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার উত্তর উপাদী ইউনিয়নের উপাদী গ্রামের গাজী বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত ছেলে হোসেন গাজীকে আটক করেছে।

দুদু গাজী (৬০) এর ছেলে হোসেন গাজী (২৬) পিঁড়ি দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করেছে বলে বাড়ির লোকজন জানায়। পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে দুদু গাজী স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরতেই হোসেন তার উপর চড়াও হয়। এ সময় ঘরে থাকা পিঁড়ি দিয়ে হোসেন তার বাবার মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে। পরে আশপাশের লোকজন দুুদু গাজীকে উদ্ধার করে মতলব দক্ষিণ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। দুদু গাজী স্থানীয় শান্তিনগর বাজারে পান বিক্রি করতেন। তার ৪ ছেলে ৩ মেয়ে রয়েছে। হোসেন মানসিকভাবে অসুস্থ্য বলে জানা যায়।

মতলব দক্ষিণ থানার অসি এএসএম ইকবাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এসময় অভিযুক্ত হোসেন গাজীকে আটক করা হয়েছে। নিহতের ছেলে হোসেন গাজী মানসিকভাবে অসুস্থ্য বলে আমরা জানতে পেরেছি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাবা খুন

১২ এপ্রিল, ২০২১
২৭ অক্টোবর, ২০১৮
১০ সেপ্টেম্বর, ২০১৮
৩ সেপ্টেম্বর, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ