Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চার বলেই ইনিংস শেষ!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৯, ৭:২৯ পিএম

মালি নারী দলের বিপক্ষে মাত্র চার বলেই জয় নিশ্চিত করেছে রুয়ান্ডা নারী ক্রিকেট দল। প্রথমে ব্যাট করা মালি মাত্র ছয় রানে অল আউট হয়ে যায়। আন্তর্জাতিক নারী টি-২০ ক্রিকেটে এটিই সবচেয়ে কম রানে গুটিয়ে যাওয়ার রেকর্ড।
সর্বনিন্ম রানের আগের রেকর্ডটি ছিল চীনা নারী দলের। চলতি বছরের জানুয়ারিতে ব্যংককে অনুষ্ঠেয় নারী টি-২০ স্ম্যাশে ইউনাইটেড আরব আমিরাতের বিপক্ষে ১৪ রানে গুটিয়ে গিয়েছিল চীন। প্রতিপক্ষের ৩ উইকেটে করা ২০৩ রান পেরুনোর লক্ষ্যে ব্যাটে নেমে ১০ ওভারে গুটিয়ে যায় চীনের নারীরা। আরব আমিরাতের ১৮৯ রানের জয়টি রানের ব্যবধানে রেকর্ড হয়ে রয়েছে।
রুয়ান্ডার রাজধানী কিগালি সিটিতে চলমান কুইবুকা উইমেন্স টি-২০ টুর্নামেন্টর দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার ৯ ওভার ব্যাট করেও স্কোরবোর্ডে মাত্র ৬ রান যোগ করতে পারে মালি। এর মধ্যে ৫ রানই আসে অতিরিক্ত খাঁত থেকে। খেলোয়াড়দের ব্যাট থেকে আসে মাত্র ১ রান! সবচেয়ে খরুচে বোলার মারি বিমেনিমানা ৩ ওভারে ২ রানে নেন ২ উইকেট। কোনো রান না দিয়েই উইকেটে পেয়েছেন ৩ বোলার। ২ ওভারে কোনো রান না দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন জোসিয়ানে নেইরানকুন্দিনেজা।
১১৬ বল হাতে রেখে জয় নিশ্চিত করে রুয়ান্ডা। বলের ব্যবধানে যা এই সংস্করণে সবচেয়ে বড় জয়ের রেকর্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আন্তর্জাতিক নারী টি-২০
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ