Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজের বোনকে জেলে পাঠাতে ব্যস্ত হৃতিক রোশন!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৯, ৫:৩১ পিএম

 

একজন মুসলিম ব্যক্তিকে ভালোবাসার দায়ে জেলে যেতে হতে পারে বলিউড অভিনেতা হৃত্বিকের বোন সুনয়না রোশনকে। সুপারস্টারের বোনকে জেলে পাঠানোর প্রক্রিয়াটিও করছেন সংয় হৃতিক রোশনই। শুধু হৃতিক রোশনই নয়, তার পুরো পরিবারই সুনয়না রোশনের বিপক্ষে চলে গিয়েছে। আর এই খবরটি সম্প্রতি জানান দিয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনার বোন রঙ্গোলী। রঙ্গোলী জানিয়েছেন, ‘সুনয়না কঙ্গনার কাছে সাহায্য চাইছেন। তিনি বলেছেন, পরিবারের সদস্যরা তাকে মারধর করছে। কারণ, তিনি একজন মুসলিম ব্যক্তিকে ভালোবাসেন, যিনি দিল্লিতে থাকেন। গত সপ্তাহে তাদের সে সম্পর্কটি জানতে পেরেছেন রোশন পরিবার।’

রঙ্গোলী বলেন, সুনয়না কঙ্গনাকে ফোন করে সমস্ত বিষয়টি জানিয়েছেন এবং সে কান্নাকাটি করছেন। কঙ্গনাও বুঝতে পারছে না কী করবে। আমাদের খুব চিন্তা হচ্ছে। আমরা চিন্তিত রয়েছি তার সুরক্ষা নিয়ে। প্রত্যেকেরই ভালোবাসার অধিকার রয়েছে। তারা নিজেদের পছন্দের কাউকেই বিয়ে করতে পারেন। আশা করি রোশন পরিবার এই বিষয় নিয়ে চিন্তাভাবনা করবেন।’

এদিকে সুনয়না বলেছেন, ‘নরকে বসবাস করছি। শান্তিতে থাকতে পারছি না। পরিবার আমাকে কোনও কাজে সমর্থন করছে না। আমাকে ফাঁসানো হচ্ছে।’

তবে বিষয়টি নিয়ে হৃতিক রোশন বা তার পরিবারের অন্য কোনো সদস্যকে কথা বলতে দেখা যায়নি।

 



 

Show all comments
  • রফিকুল ইসলাম ১৯ জুন, ২০১৯, ১০:৪৮ পিএম says : 0
    হৃতিক রোশনের মত আধুনিক মানুষের এটা করা মানাইনা,আফসোস তারা একজনের অধিকারে কিভাবে হস্তক্যেপ করে?,নিজের বেলাই ষোল আনা।
    Total Reply(0) Reply
  • জয় মহন্ত ২০ জুন, ২০১৯, ১১:২৩ এএম says : 1
    সঠিক কাজ করেছ ঋত্বিক ভাই। ওর মত জানোয়ার মেয়েকে তো জীবন্ত পুড়িয়ে মারা উচিত ।
    Total Reply(1) Reply
    • Jahan71 ২০ জুন, ২০১৯, ৭:৪৫ পিএম says : 4
      ওই মেয়েটা নয়, জয় মহন্ত নিশ্চিতভাবে জানোয়ার
  • Md salim ২০ জুন, ২০১৯, ৩:৪৪ পিএম says : 0
    Very set
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হৃতিক রোশন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ