নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ফাইন লেগ দিয়ে শ্যানন গ্যাব্রিয়েলের একটি শর্ট বলকে বাউন্ডারি ছাড়া করেই লিটন দাস ছুটে এলেন ননস্ট্রাইকিং প্রান্তে, যেখানে দাঁড়িয়ে আকাশপানে তাকিয়ে বিড়বিড় করে কিছু একটা বলতে থাকা ম্যাচের নায়ক সাকিব আল হাসান। ক্রিজের মাঝপথেই জড়িয়ে ধরলেন দু’জন দু’জনকে, একে অপরকে জানালেন অভিনন্দন। সেই সুরে বাধা পড়লেন দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের সমারসেটের ছোট্ট মাঠ টন্টনের প্রায় হাজার বিশেক সমর্থক।
আইসিসি তাদের অফিসিয়াল টুইটারে গ্যালারির একাংশের ছবি দিয়ে ক্যাপশনে লিখেছে ‘টন্টন না ঢাকা’? ছবিটি ম্যাচ শেষের। যখন রেকর্ড রাঙা এক জয়ে বিশ্বকাপে নিজেদের সেমিফাইনালের আশা উজ্জ্বল করেছে বাংলাদেশ। তার পাশাপাশ একটি ভিডিও আরো মন কেড়েছে বিশ্বময় চড়িয়ে থাকা কোটি বাঙালির। যেখানে দেখা গেছে শিংহভাগ বাংশাদেশের সমর্থকের ভিড়ে এক ইংলিশ কিশোরের ভাঙা উচ্চারণে বা-ং-লা-দে-শ বলে গলা ফাটাচ্ছে। জিততে হলে ভাঙতে হতো নিজেদের রেকর্ড। বিশ্বকাপে ৩২১ তাড়া করে যে জেতা হয়নি আগে! বিরুদ্ধে ছিল এ বিশ্বকাপের প্রেক্ষাপটও। চলতি বিশ্বকাপে ২৫০- এর বেশি রান তাড়া করে জিততে পারেনি কোনো দলই। সব প্রতিকূলতা কী দুর্দান্তভাবেই না টপকে গেল বাংলাদেশ! বিশ্বকাপ ইতিহাসেই সফল রান তাড়ার তালিকায় দ্বিতীয় স্থানে এখন বাংলাদেশের নাম। জয়টাও এল কী দাপুটে! ৫১ বল হাতে রেখেই সাকিব-লিটনরা টপকে গেলেন দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের ছুঁড়ে দেওয়া লক্ষ্য। বিশ্বকাপে আগের চার বারের মুখোমুখিতে হা জেতার হিসেবটা এক ম্যাচ দিয়েই নিয়ে নিলো এবার।
ম্যাচের পরও থাকলো এর রেশ। সাকিব-লিটন অপরকে ভাসালেন প্রসংসার জোয়ারে। শুধু তারাই কেন, দুর্দান্ত জয়ের পর এই দু’জনে মজেছে গোটা বিশ্বই! তাদের হাত ধরেই যে রেকর্ডে রাঙা এক জয় পেল বাংলাদেশ। সাকিব নায়ক হলে পার্শ্বনায়ক যে লিটনই। ওয়েস্ট ইন্ডিজের দেয়া ৩২১ রানের রেকর্ড তাড়া করা জয়ের পর সাকিবের নামের পাশে জ্বলজ্বলে ৯৯ বলে ১২৪, আর মাত্র ৬৯ বলে ৯৪ রান লিটনের।
এমন এক জয়েল পর বিশ্বের নানান প্রান্ত থেকে বাংলাদেশ দলকে অভিবাদন জানাচ্ছেন সাবেক ক্রিকেটার থেকে শুরু করে সাধারণ ক্রিকেটপ্রেমীরা। টুইটারে নিজেদের মুগ্ধতার কথা প্রকাশ করেছেন, মনখোলা প্রশংসা করেছেন সাকিব-লিটনের। ভিভিএস ল²ণ বরাবরই বাংলাদেশ ক্রিকেটের বড় শুভাকাক্সক্ষী। এমন জয়ের পর টুইট করে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন সাবেক এই ভারতীয় ব্যাটসম্যান, ‘বাংলাদেশকে এই জয়ের জন্য অভিনন্দন। এত বড় লক্ষ্য তারা এত সহজে তাড়া করল, আমি অভিভূত। বিশ্বকাপে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেওয়ার পথে দারুণ দায়িত্বশীল ব্যাটিং করেছে সাকিব। তবে আমি বেশি মুগ্ধ হয়েছি তরুণ লিটন দাসের পরিপক্বতা দেখে।’
জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলেও জয়ের পর টুইট করে আরও একবার জানিয়েছেন বাংলাদেশের প্রতি নিজের মুগ্ধতার কথা, ‘আমার দেখা বাংলাদেশের অন্যতম শক্তিশালী ব্যাটিং পারফরম্যান্স এটি। অনেক বছর ধরে দেখে ওদের খেলা দেখেই এমনটা বলছি আমি।’ সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী এমন একটি ইনিংসের পর সাকিবকে অভিনন্দন জানিয়ে এই ধারাবাহিকতা ধরে রাখার আহ্বান জানিয়েছেন। টুইটে ‘দাদা’ বলেছেন, ‘ভালো খেলেছ বাংলাদেশ। দলের এই দৃঢ় চরিত্র দেখে খুব ভালো লাগছে। সাকিব আল হাসান, এভাবেই খেলে যাও।’ সৌরভের টুইটের জবাবে ধন্যবাদও জানিয়েছেন সাকিব।
সাবেক ভারতীয় ওপেনার আকাশ চোপড়াও মুগ্ধ বাংলাদেশের এই জয়ে, ‘বাংলাদেশের জন্য ভীষণ আনন্দিত। কী দুর্দান্ত এক ফল!’ বিশ্বকাপে ভারতীয় চ্যানেল স্টার স্পোর্টসের বিশ্লেষক হিসেবে কাজ করা সাবেক ভারতীয় পেসার ইরফান পাঠানও টুইটে নিজের মুগ্ধতা জানিয়েছেন, ‘আগে দক্ষিণ আফ্রিকাকে হারাল, এখন আবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণভাবে রান তাড়া করে জিতল। সাকিব এক কথায় অসাধারণ ছিল।’
সাবেক কিউই ক্রিকেটার ও ধারাভাষ্যকার ড্যানি মরিসনও টুইট করেছেন বাংলাদেশের জয়ে, ‘দারুণ একটি রান তাড়ার জন্য বাংলাদেশকে অভিনন্দন। ভালো খেলেছ সাকিব আল হাসান ও লিটন দাস। বিশ্বকাপে টানা দ্বিতীয় সেঞ্চুরি সাকিবের!’
সাবেক ভারতীয় পেসার রুদ্র প্রতাপ সিং মজেছেন লিটনের ইনিংসে, ‘আমি তো ভেবেছিলাম লিটন ছয় বলে ছয় ছক্কাই মেরে দেয় কি না! বাংলাদেশের জন্য ঐতিহাসিক এক জয়।’ হরভজন সিং তো বাংলায়ই টুইট করেছেন! সাবেক ভারতীয় অফ স্পিনার বলেছেন, ‘খুব ভালো, সাকিব!’ সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার রাসেল আরনল্ড টুইট করেছেন, ‘সাকিব দেখিয়ে দিচ্ছে, সে শুধু বিশ্বসেরা অলরাউন্ডার নয়, একজন বিশ্বমানের ব্যাটসম্যানও বটে। দুর্দান্ত ইনিংস। অভিনন্দন বাংলাদেশকে।’
সাবেক দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার অ্যালবি মরকেল টুইটে বলেছেন, ‘দুর্দান্ত চেজ করেছে বাংলাদেশ। দেখিয়ে দিল, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়টা ফ্লুক ছিল না।’ ধারাভাষ্যকার হিসেবে কাজ করা ইংল্যান্ড নারী ক্রিকেট দলের সদস্য ইশা গুহের টুইট, ‘লিটন দাস এই টুর্নামেন্টে এর আগে খেলেনি কেন?’ সাকিবের দারুণ ব্যাটিং দেখে শুরু থেকেই তাঁর সেঞ্চুরির আভাস পাচ্ছিলেন এই হার্সেল গিভস। নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এই প্রোটিয়া গ্রেট লিখেছেন, ‘সাকিব এই বিশ্বকাপের বিশেষজ্ঞ ব্যাটসম্যান। দারুণ চিত্তাকর্ষক, আরেকটি সেঞ্চুরি আসছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।