Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘মুস্তাফিজের জোড়া উইকেট শিকার টার্নিং পয়েন্ট’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৯, ১২:০৫ এএম

 ক্যারিবিয়ানদের উড়িয়ে দিয়ে সেমিফাইনালের পথটা জটিল হতে দেয়নি মাশরাফিরা। ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে থাকা বাংলাদেশ সেমির আশা এখনও বাঁচিয়ে রেখেছে। এই সমীকরণটা আরও জটিল হয়ে যেত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে না পারলে। এই জয়ের পেছনে অধিনায়ক মাশরাফি মুর্তজা কৃতিত্ব দিলেন মুস্তাফিজুর রহমানকে।

কাটার মাস্টার মোস্তাফিজ নিজের ৫০তম আন্তর্জাতিক ম্যাচটি রাঙিয়েছেন পারফর্ম করেই। এদিন ৯ ওভার বোলিং করে ৫৯ রান দিয়ে নিয়েছেন তিনটি উইকেট। যার দুটি আবার একই ওভারে। ৪০তম ওভারে চার বলের ব্যবধানে ফিরিয়েছেন বিপজ্জনক হয়ে ওঠা শিমরন হেটমায়ার এবং বিস্ফোরক ব্যাটসম্যান আন্দ্রে রাসেলকে। তাদের দ্রæত ফেরানোর কারণেই স্কোরটা নাগালের মধ্যে রাখতে পারে বাংলাদেশ। তাইতো বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মুর্তজার কাছে ম্যাচের টার্নিং পয়েন্ট তাই মোস্তাফিজের দুর্দান্ত ওভারটি, ‘একই ওভারে মুস্তাফিজ যে দুই উইকেট পেলো সেটাই টার্নিং পয়েন্ট ছিল। ওই সময় ওরা না ফিরলেও স্কোরটা আরও বড় হতে পারতো।’

বল হাতে মোস্তাফিজ গুরুত্বপূর্ণ তিনটি উইকেট নিলেও ব্যাট হাতে আসল কাজটা করেছেন সাকিব আল হাসান। বোলিংয়ে ২ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে অপরাজিত ১২৪ রানের ইনিংস খেলেছেন। সবমিলিয়ে ৪ ইনিংসে দুটি সেঞ্চুরি এবং একটি হাফসেঞ্চুরিতে ৩৮৪ রান নিয়ে সাকিব উঠে গেছেন চলতি আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার শীর্ষে। মুস্তাফিজের ওভারটাকে টার্নিং পয়েন্ট বললেও সাকিবের কৃতিত্বকে অস্বীকার করলেন না মাশরাফি, ‘সাকিব দলের জন্য ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে যাচ্ছে। তার পারফরম্যান্স দলকে উজ্জীবিত করবে। আশা করি সবাই সাকিবকে দেখে অনুপ্রাণিত হবে। শেষ দুই ম্যাচে মুশফিকের হয়তো ভালো হয়নি। লিটন আজকে দুর্দান্ত খেলেছে। সাধারণত সে উপরে ব্যাটিং করে। দলের স্বার্থে ৫ নম্বরে নেমেও লিটন সফল হয়েছে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ ক্রিকেট

১৬ জুলাই, ২০১৯
১৫ জুলাই, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ